স্যাম মানেকশ-র বোয়োপিক নিয়ে ছবি ‘স্যাম বাহাদুর’, মুখ্য চরিত্রে ভিকি কৌশল

স্যাম মানেকশ-র জন্ম অমৃতসরে। ১৯১৪ সালের ৩ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিনের দিন তাঁকে শ্রদ্ধা জানাতেই ছবির নাম ঘোষণা করেন পরিচালক-প্রযোজক।

স্যাম মানেকশ-র বোয়োপিক নিয়ে ছবি ‘স্যাম বাহাদুর’, মুখ্য চরিত্রে ভিকি কৌশল
স্যাম মানেকশ-র চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল
Follow Us:
| Updated on: Apr 03, 2021 | 1:12 PM

স্যাম মানেকশ প্রথম ভারতীয় আর্মি অফিসার যিনি ‘ফিল্ড মার্শাল’ অফিসার হন। এ-হেন স্যাম মানেকশ-র জীবনী নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক মেঘনা গুলজার। প্রযোজনায় রনি স্ক্রুওয়ালা। স্যাম মানেকশ-র চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। ২০১৯ সালেই এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক-প্রযোজক। ভিকির ‘ফার্স্ট লুক’-ও তাঁরা প্রকাশ করেছিলেন। কিন্তু ছবির নাম কী দেবেন তা ঠিক করতে পারেননি পরিচালক-প্রযোজক। অবশেষে তাঁরা নাম খুঁজে পেয়েছেন। ছবির নাম দিয়েছেন ‘স্যাম বাহাদুর’।

স্যাম মানেকশ-র জন্ম অমৃতসরে। ১৯১৪ সালের ৩ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে ভারতীয় সেনার প্রথম ফিল্ড মার্শাল হিসাবে যোগ দেন এই বীর সেনানী। ১৯৪২ সালে জাপানের সঙ্গে যুদ্ধের সময় তাঁর সারা শরীর ঝাঁঝরা করে দেয় ৯ টি বুলেট। এরপর থেকেই শুরু হয় তাঁর জয়যাত্রা। ১৯৭১ সালের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয়ের নেপথ্য নায়ক হিসাবে পরিচিত পান মানেকশ। আর সেই জয়ের সফরই এবার পর্দায় ফুটে উঠবে ‘স্যাম বাহাদুর’ হিসাবে।

ভারতীয় এই বীর সেনার জন্মদিন আজ (৩এপ্রিল)। জন্মদিনের দিন তাঁকে শ্রদ্ধা জানাতেই ছবির নাম ঘোষণা করেন পরিচালক-প্রযোজক।পরিচালক মেঘনা গুলজার জানিয়েছেন স্যাম মানেকশ-র মত বীর সেনার বায়োপিক নিয়ে ছবি বানাতে পেরে তিনি গর্ব অনুভব করছেন। তিনি শুধু বীর সেনা ছিলেন না, তিনি ছিলেন সেনাদের সেনা। এই চরিত্রে ভিকি কৌশলকে পেয়ে তিনি খুবই খুশি।

আরও পড়ুন :আলিয়া কোভিড পজিটিভ, করোনা নিয়ে ‘কাব্য’ করলেন মা সোনি রাজদান

স্যাম মানেকশ-র চরিত্রে অভিনয় করতে পেরে দারুণ খুশি ভিকি কৌশল। তিনি বলেছেন, “ সেই ছোটবেলা থেকেই স্যাম বাহাদুরের গল্প মা-বাবার কাছে অনেক শুনেছি। এরপর যখন স্ক্রিপ্ট শুনলাম, আমি আর আমার মধ্যে ছিলাম না। তিনি শুধু যে দেশপ্রেমিক ছিলেন তা নয়, তিনি আমার কাছে সত্যিকারের হিরো। পর্দায় তাঁকে ফুটিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করব।” প্রসঙ্গত উল্লেখযোগ্য, তিনি ‘উরি’-তেও একজন আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন।