ভিক্টরের আবেদন ‘দ্য বেঙ্গল ফাইলস’ চলুক বাংলায়, শহরের সিনেমা হল কি প্রস্তুত?

ভিক্টর ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'-এর নির্বিঘ্ন মুক্তির জন্য একটি পিটিশন প্রচার অভিযান শুরু করেছেন। বিবেক অগ্নিহোত্রী বলেন, “আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন, 'দ্য বেঙ্গল ফাইলস' ছবিটি ৫ই সেপ্টেম্বর, ২০২৫-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবি বাংলার এবং ভারতের ইতিহাসের একটি অন্ধকার ও বেদনাদায়ক অধ্যায়কে সামনে আনার একটি সাহসী প্রথম প্রয়াস। কিন্তু দুঃখজনকভাবে, কলকাতায় ছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট চলাকালীন, তা বেআইনিভাবে এবং জোর করে বন্ধ করে দেওয়া হয়।”

ভিক্টরের আবেদন দ্য বেঙ্গল ফাইলস চলুক বাংলায়, শহরের সিনেমা হল কি প্রস্তুত?

| Edited By: Bhaswati Ghosh

Aug 24, 2025 | 11:10 AM

ভিক্টর ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর নির্বিঘ্ন মুক্তির জন্য একটি পিটিশন প্রচার অভিযান শুরু করেছেন। বিবেক অগ্নিহোত্রী বলেন, “আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন, ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি ৫ই সেপ্টেম্বর, ২০২৫-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবি বাংলার এবং ভারতের ইতিহাসের একটি অন্ধকার ও বেদনাদায়ক অধ্যায়কে সামনে আনার একটি সাহসী প্রথম প্রয়াস। কিন্তু দুঃখজনকভাবে, কলকাতায় ছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট চলাকালীন, তা বেআইনিভাবে এবং জোর করে বন্ধ করে দেওয়া হয়।”

ভিক্টর ব্যানার্জি তাঁর নিজের রাজ্যে এই বিতর্কিত ছবির মুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের যথেষ্ট কারণ আছে বিশ্বাস করার যে পশ্চিমবঙ্গে ছবির নির্ধারিত মুক্তিতে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হতে পারে। এ ধরনের পদক্ষেপ শুধুমাত্র শিল্পীসত্তার স্বাধীনতাকে লঙ্ঘন করে না, বরং নাগরিকদের সত্য এবং মুক্ত চিন্তার সাংবিধানিক অধিকারকেও অস্বীকার করে। তাই আমরা ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতির কাছে জরুরি আবেদন জানাচ্ছি, যাতে এই ছবির প্রদর্শন শান্তিপূর্ণভাবে, কোনও রকম ভয়-ভীতি বা হস্তক্ষেপ ছাড়াই অনুষ্ঠিত হতে পারে। শিল্পী ও দর্শকদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা পায়।”

ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরও বাংলার পরিস্থিতি কিন্তু অন্যরকম। শহরের এক নামী সিঙ্গল স্ক্রিনের কর্ণধার বললেন, ”আমাদের সিনেমা হলে এই ছবি মুক্তির কথা ভাবছি না। কোনও রকম ঝামেলার মধ্যে জড়াতে চাই না। আমরা চারটে শোতে বাংলা ছবি চালাতে চাই।” নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনেমা হলের কর্ণধার যোগ করলেন, ”এই ছবি ঘিরে রাজনৈতিক চাপ বাড়ছে। তাই ৫ তারিখ সকালে ঠিক কোন-কোন সিনেমা হল ছবিটা চালানোর কথা ভাবছে, তা বোঝা যাবে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে কিনা, সে দিকেও নজর রাখতে হবে।”