
‘পরিণীতা’ ছবির সময়ে বিদ্যা বালনের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কথা ছিল সঞ্জয় দত্তর সঙ্গে। সেই সময়ে বিদ্যা অপেক্ষাকৃত নতুন ইন্ডাস্ট্রিতে। ঘনিষ্ঠ দৃশ্যে কীভাবে অভিনয় করবেন, তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন নায়িকা। সেই অবস্থা থেকে কীভাবে সঞ্জয় পুরো বিষয়টা সামাল দিয়েছিলেন, সে কথাই সামনে এনেছেন বিদ্যা।
বিদ্যা জানিয়েছেন, সঞ্জয় দত্ত তাঁর কাছে এসে বলেছিলেন, ”কীভাবে এই ঘনিষ্ঠ দৃশ্যটা করব বুঝতে পারছি না। আমার নার্ভাস লাগছে।” বিদ্যা তখন নার্ভাস ছিলেন। কিন্তু এই কথোপকথনের পর বিষয়টা অনেকটা সহজ হয়ে গিয়েছিল বলে জানান অভিনেত্রী। এরপর দৃশ্যটা করতে আর কোনও অসুবিধা হয়নি নায়িকার। বিদ্যা বলেন, ”শুটিং শেষ হওয়ার পর সঞ্জয় আমার কাছে আসেন। সব ঠিক আছে কিনা প্রশ্ন করেন। আর আমাক কপালে চুমু খেয়ে চলে যান। এটাই সঞ্জয় দত্ত।”
সঞ্জয়ের এই পদক্ষেপ যে বিদ্যার মন ভালো করে দিয়েছিল, সেটা নায়িকার কথা থেকেই স্পষ্ট। সঞ্জয় তাঁর সহঅভিনেত্রী বা সহঅভিনেতাদের উপর কতটা যত্নবান, সেটাই বোঝা গিয়েছে এই ঘটনা থেকে। ‘পরিণীতা’ ছবিটিও দর্শকের মনে থেকে গিয়েছে বহু বছর। বিদ্যা আবার এ কথাও বলেছেন, সঞ্জয়ের গা থেকে সুন্দর গন্ধ পান তিনি সব সময়ে। সব মিলিয়েই সহকর্মী হিসাবে বিদ্যার যে সঞ্জয়কে পছন্দ, তা আঁচ করতে অসুবিধা হয় না।
বিদ্যার এমন মন্তব্য সামনে আসার পরই, অনেক অনুরাগীরা দাবি করেছেন, কোনও হিন্দি ছবিতে আবার তাঁরা সঞ্জয় আর বিদ্যাকে একসঙ্গে দেখতে চান। সেরকম কোনও ছবি হয় কিনা, দেখার অপেক্ষা।