WITT2025: বিশেষ কাজে রণবীরকে মেসেজ বিজয় দেবেরাকোন্ডার, দক্ষিণী সুপারস্টারের আবদারে জানেন কী করলেন বলিউড নায়ক?

আকাশ মিশ্র |

Mar 29, 2025 | 1:20 AM

ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। ৩০ মে মুক্তি পেতে চলেছে বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি সাম্রাজ্য। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির হাইভোল্টেজ টিজার। এই ছবির হিন্দি টিজারে কণ্ঠ দিয়েছেন রণবীর কাপুর।

WITT2025: বিশেষ কাজে রণবীরকে মেসেজ বিজয় দেবেরাকোন্ডার, দক্ষিণী সুপারস্টারের আবদারে জানেন কী করলেন বলিউড নায়ক?

Follow Us

শুরু হয়েছে TV9 নেটওয়ার্কের মেগা কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর তৃতীয় সংস্করণ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভারত মণ্ডপমে এই দুই দিনের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। টিভি ৯ নেটওয়ার্কে এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। এই অনুষ্ঠানের মঞ্চেই বিজয়ের মুখে রণবীর কাপুরের ভূয়সী প্রশংসা। দক্ষিণী সুপারাস্টার বিশেষ ধন্য়বাদ জানালেন বলিউড সুপারস্টারকে।

ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। ৩০ মে মুক্তি পেতে চলেছে বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি ‘সাম্রাজ্য’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির হাইভোল্টেজ টিজার। এই ছবির হিন্দি টিজারে কণ্ঠ দিয়েছেন রণবীর কাপুর।

TV9 নেটওয়ার্কের মেগা কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চে বসেই বিজয় জানালেন, রণবীর অসাধারণ মানুষ। আমি রণবীরকে মেসেজ করেছিলাম, যে কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে রণবীর মেসেজের উত্তরে বলল, আমি তোমার ছবির টিজারে কণ্ঠ দেব! আমি তো অবাক। তারপর ফোন করে সবটা বলি। আমার আবদারে এত সহজে রণবীর রাজি হয়ে যাবে ভাবতেই পারিনি। মুম্বইয়ে গিয়ে দেখা করব, আলাদা করে ওকে ধন্যবাদ জানাব। সত্য়িই দারুণ মানুষ রণবীর।

 

Next Article