অনুরাগীদের উচ্ছ্বাসে আবেগঘন বিজয় দেবেরাকোন্ডা, ধন্যবাদ জানাতে ধরলেন কলম

গৌতম তিন্নানুড়ি পরিচালিত এই অ্যাকশন ছবিতে রয়েছে ড্রামা, রয়েছে আবেগ, রয়েছে দারুণ লোকেশন শুট, সঙ্গে রয়েছে টানটান উত্তেজনা।  বিজয় দেবেরাকোন্ডার অভিনয় পলকে জায়গা করে নেয় দর্শক মনে। হারিয়ে যাওয়া ভাইয়ের খোঁজে নয়া মিশনে যুক্ত হতে দেখা যায় ছবির নায়ককে।

অনুরাগীদের উচ্ছ্বাসে আবেগঘন বিজয় দেবেরাকোন্ডা, ধন্যবাদ জানাতে ধরলেন কলম

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 31, 2025 | 8:12 PM

‘কিংডম’ ঝড়ে কাবু এখন আট থেকে আশি। ছবি মুক্তির আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘কিংডম’ নিয়ে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সিনেবিশেষজ্ঞরা আগে থেকেই আঁচ পেয়েছিলেন, এই ছবি বক্স অফিসে নয়া রেকর্ড গড়তে চলেছে। এক ছবির ব্যবসা কোন পথে, তা ছবি মুক্তির দিনই খানিক বুঝে নেওয়া যায়। এক্ষেত্রে তার ব্যতিক্রম হল না। পর পর বেশ কয়েকটি ছবি বক্স অফিসে সেভাবে ফল না করলেও, এই ছবি নিয়ে আশায় বুক বেঁধেছিলেন সুপারস্টারের অনুরাগীরা। আর তাই সত্যি হল। দারুণ কামব্যাকে ঝড় তুললেন প্যান ইন্ডিয়া নায়ক। বিজয় দেবেরাকোন্ডা এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

বৃহস্পতিবার সকাল থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুহূর্তে সিনেমাহলে উত্তেজনার নানা ভিডিয়ো ছড়িয়ে পড়তে থাকে নেটিজেনদের হাতে হাতে। বৃহস্পতিবার, এক কর্মব্যস্ততার দিনে ছবি ঘিরে এই প্রতিক্রিয়া চোখে পড়তেই আবেগঘন বিজয় দেবেরাকোন্ডা। দিনভর এই ব্যপক উচ্ছ্বাস দেখে, সন্ধ্যা হতেই সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন নায়ক। উজার করে দিলেন নিজের অনুভূতি, ভাললাগা, ভালবাসা। লিখলেন, “আমি এই মুহূর্তে ঠিক কেমন অনুভব করছি, তা যদি আপনাদের বলে বোঝাতে পারতাম…। আমি আশা করব, আপনারা সকলেই এই মুহূর্তে তা আমার সঙ্গে অনুভব করতে পারছেন।” এই বলে ধন্যবাদ জানান অভিনেতা।

গৌতম তিন্নানুড়ি পরিচালিত এই অ্যাকশন ছবিতে রয়েছে ড্রামা, রয়েছে আবেগ, রয়েছে দারুণ লোকেশন শুট, সঙ্গে রয়েছে টানটান উত্তেজনা।  বিজয় দেবেরাকোন্ডার অভিনয় পলকে জায়গা করে নেয় দর্শক মনে। হারিয়ে যাওয়া ভাইয়ের খোঁজে নয়া মিশনে যুক্ত হতে দেখা যায় ছবির নায়ককে। আর সেই শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করেই তৈরি গল্পের প্রেক্ষাপট। ছবির শেষ ২০ মিনিটের প্রশংসায় ভরে উঠছে নেটপাড়া। প্রথম দিনেই ছবি ঘিরে এই উচ্ছ্বাস দেখে বোঝাই যাচ্ছে, প্রথম উইকএন্ডে ‘কিংডম’ রাজত্ব করতে চলেছে সিনেপাড়ায়।