Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভয়ঙ্কর আওয়াজ! সিঁড়ি থেকে গড়িয়ে পড়লেন বিজয় দেবেরাকোণ্ডা

মাত্র কয়েক বছরেই দক্ষিণী ছবি থেকে বলিউড- সর্বত্র নিজের জায়গা পাকা করে নিয়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। এরই মধ্যে ভাইরাল অভিনেতার ভিডিয়ো। এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিজয় এবং রশ্মিকা মন্দনার প্রেম নিয়ে আলোচনা তুঙ্গে। সব আলোচনার মাঝে ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বিজয়। কী ঘটেছে?

ভয়ঙ্কর আওয়াজ!  সিঁড়ি থেকে গড়িয়ে পড়লেন বিজয় দেবেরাকোণ্ডা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2024 | 8:37 PM

মাত্র কয়েক বছরেই দক্ষিণী ছবি থেকে বলিউড- সর্বত্র নিজের জায়গা পাকা করে নিয়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। এরই মধ্যে ভাইরাল অভিনেতার ভিডিয়ো। এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিজয় এবং রশ্মিকা মন্দনার প্রেম নিয়ে আলোচনা তুঙ্গে। সব আলোচনার মাঝে ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বিজয়। কী ঘটেছে? সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি। একটুর জন্য বাঁচলেন নায়ক। দূর থেকে সেই ঘটনার মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রীরা।

শোনা যাচ্ছে গুরুতর আহত হয়েছেন বিজয়। একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। সেখানে বেশ ভিড়ই হয়েছিল। নায়কের আগে, পরে অনেকজনই ছিলেন ভিড় করে। কিন্তু সকলের চোখের সামনের গড়িয়ে পড়ে গেলেন নায়ক। যে দৃশ্য প্রকাশ্যে আসার পর রীতিমতো হুলুস্থুল কাণ্ড বেধে যায়। পরে অবশ্য উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন অভিনেতা। আচমকা একটি আওয়াজে সবাই চমকে যান। তখন ঘুরে তাকিয়ে দেখেন নায়ক পড়ে গিয়েছে।

বর্তমানে সাফল্যের মধ্য গগনে নায়ক। ৬-৭ বছর আগে হায়দরাবাদ থেকে মাঝরাতের বাসে চেপে মুম্বই এসে পৌঁছেছিল বছর ২৭-এর ছেলে বিজয়। স্বপ্ননগরীতে আসা হাজার-হাজার ছেলেমেয়ের মধ্যে সেও ছিল একজন। তিনি আরও প্রশ্ন তোলেন, ছবি না দেখে ছবি নিয়ে মন্তব্য কীভাবে করা সম্ভব! এবার সপাট প্রশ্ন করে বসলেন তিনি।

এভাবে বয়কট কালচার একটা ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দিচ্ছে বলেই মন্তব্য দক্ষিণী ডিস্ট্রিবিউটরের। অডিশনে নাকচ হয়ে যান বিজয় দেবেরাকোন্ডা। মন খুবই খারাপ ছিল তাঁর। মনমরা হয়ে শহর ছেড়ে নিজের জায়গায় ফিরে যান। মুম্বইয়ে ঠিক দু’দিন ছিলেন বিজয়। সেখানকার আবহাওয়াও পছন্দ ছিল না অভিনেতার। শহরটার সঙ্গে আত্মীক যোগও স্থাপন করতে ব্যর্থ হয়েছিলেন। হায়দরাবাদে ফিরে গিয়ে কেরিয়ার শুরু করেন। কিছু বছর পর মুক্তি পায় ‘অর্জুন রেড্ডি’। যে ছবির হিন্দি রিমেকের নাম ‘কবীর সিং’। অনেকে বলেন, ‘কবীর সিং’-এর সাফল্যের কারণেই বিজয়ের ‘অর্জুন রেড্ডি’ সাফল্য পেয়েছে।