বিজয় ভার্মা (Vijay Varma)। আপনি ওয়েব সিরিজের নিয়মিত দর্শক হলে এই অভিনেতাকে (Actor) বিলক্ষণ চেনেন। একের পর এক দুরন্ত পারফরম্যান্স দিয়েছেন বিজয়। ফলে শুধু তাঁর কেরিয়ার নয়, তারকাসুলভ ব্যক্তিজীবন নিয়েও দর্শকের কৌতূহল রয়েছে। এ হেন বিজয় যদি নিজের নতুন বউয়ের সঙ্গে প্রকাশ্যে আপনার আলাপ করিয়ে দেন, তা তো মন্দ নয়!
বিজয় সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন। সাদা টি শার্ট পরনে। হাসিমুখে পোজ দিয়েছেন ক্যামেরায়। হাতে ধরা রয়েছে পিএস৫, একটি ভিস্যুয়াল গেমিং কনসোল। সেই কন্ট্রোলারইল ইদানিং বিজয়ের সর্বক্ষণের সঙ্গী। তিনি এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘… আমার নতুন বউয়ের সঙ্গে আলাপ করুন পিএস৫।’
সদ্য সায়েন্স ফিকশন কমেডি ওয়েব সিরিজ ‘ওকে কম্পিউটার’-এ অভিনয় করেছেন বিজয়। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাধিকা আপ্টে, জ্যাকি শ্রফের মতো শিল্পীরা। আলিয়া ভাটের সঙ্গে ‘ডার্লিং’, সোনাক্ষী সিনহার সঙ্গে ‘ফলেন’ রয়েছে বিজয়ের পাইপলাইনে। তবে আপাতত কোনও কাজ নয়। নতুন বউয়ের সঙ্গে সময় কাটাতে চান অভিনেতা।
আরও পড়ুন, ‘আমার পাঠানো টাকা হজম করে বলছ, ছেলের জন্য টাকা দিইনি!’ শ্বেতাকে ফের কটাক্ষ অভিনবের