‘আমার পাঠানো টাকা হজম করে বলছ, ছেলের জন্য টাকা দিইনি!’ শ্বেতাকে ফের কটাক্ষ অভিনবের
অভিনবের প্রথম অভিযোগের পর শ্বেতা জানিয়েছিলেন, তিনি আগেই অভিনবকে ‘খতড়ো কা খিলাড়ি’তে অংশগ্রহণ করার কথা জানিয়েছিলেন। তাঁদের চার বছরের সন্তান শ্বেতার বাবা-মায়ের কাছে রয়েছে।
হিন্দি টেলিভিশনের (TV) জনপ্রিয় রিয়ালিটি শো ‘খতড়ো কা খিলাড়ি’তে অংশ নিতে আপাতত দক্ষিণ আফ্রিকার কেপটাউনে রয়েছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)। কিন্তু সেখানেও বিতর্ক তাঁর সঙ্গী। শ্বেতা দক্ষিণ আফ্রিকায় যাওয়ার দিনই তাঁর প্রাক্তন স্বামী অভিনব কোহলি (Abhinav Kohli) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শ্বেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তাঁদের সন্তান রেয়াংশে কোথায় রেখে শ্বেতা শুটিং করতে গেলেন, সে প্রশ্ন করেন তিনি। পাল্টা শ্বেতা জানান, অভিনব তাঁদের সন্তানের জন্য কোনও খরচ করেননি। সেই অভিযোগের উত্তর দিতে গিয়ে ফের শ্বেতার দিকেই আঙুল তুলেছেন অভিনব।
অভিনবের প্রথম অভিযোগের পর শ্বেতা জানিয়েছিলেন, তিনি আগেই অভিনবকে ‘খতড়ো কা খিলাড়ি’তে অংশগ্রহণ করার কথা জানিয়েছিলেন। তাঁদের চার বছরের সন্তান শ্বেতার বাবা-মায়ের কাছে রয়েছে। শ্বেতার অভিযোগ ছিল, অভিনব কখনও রেয়াংশের জন্য কোনও আর্থিক সাহায্য করেননি। এখন হঠাৎ করে ছেলের জন্য এত চিন্তা কী করে হল তাঁর?
View this post on Instagram
এর উত্তরে অভিনব পাল্টা বলেন, “তোমার লজ্জা করে না? তুমি বলছ আমি ছেলের জন্য কোনও টাকা দিইনি? টেলিভিশনে বালাজির দুটো শো করে ৪০ শতাংশ টাকা তোমার অ্যাকাউন্টে অনলাইন ট্রান্সফার করে দিয়েঠছিলাম। আমার পাঠানো সব টাকা হজম করে এখন বলছ, সব খরচা তুমি করো?”
View this post on Instagram
‘খতড়ো কে খিলাড়ি’তে অংশগ্রহণ করার বিষয়ে তাঁকে জানিয়েছেন বলে শ্বেতা দাবি করেছিলেন, তাও নস্যাৎ করে দিয়েছেন অভিনব। তাঁর অভিযোগ, ভারত এখন করোনায় আক্রান্ত। শোনা যাচ্ছে, করোনার তৃতীয় ঢেউ আসছে, যা শিশুদের জন্য বিপদজনক। এই পরিস্থিতিতে ছেলেকে রেখে টাকা রোজগারের জন্য দক্ষিণ আফ্রিকায় যাওয়া শ্বেতার উচিত হয়নি বলেই মনে করেন অভিনব। শ্বেতার প্রতি তাঁর বার্তা, “আইন ধীরে কাজ করতে পারে। কিন্তু আইন কোনও মজার বিষয় নয়। তুমি সব সময় মিথ্যে বলতে পারবে না।” অভিনবের এই নতুন অভিযোগের পর এখনও প্রকাশ্যে মুখ খোলেননি শ্বেতা।
আরও পড়ুন, মিমি চক্রবর্তীর ঘরে এল নতুন অতিথি ‘জুনিয়র’