মিমি চক্রবর্তীর ঘরে এল নতুন অতিথি ‘জুনিয়র’
চিকুর জায়গা হয়তো পূরণ হওয়ার নয়। কিন্তু তবুও দুঃখ ভুলে থাকার জন্য এ বার মিমির ঘর এল নতুন অতিথি।
চিকু। অভিনেত্রী (Actress) তথা সাংসদ মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) আদরের পোষ্য। কিছুদিন আগেই ক্যানসার আক্রান্ত চিকু মারা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এ কথা সকলেই জানেন। চিকুকে এখনও মিস করেন মিমি। চিকুর জায়গা হয়তো পূরণ হওয়ার নয়। কিন্তু তবুও দুঃখ ভুলে থাকার জন্য এ বার মিমির ঘর এল নতুন অতিথি।
ফের একটি পোষ্যের দায়িত্ব নিলেন মিমি। এর নাম জুনিয়র। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই কুকুরের ছবি শেয়ার করেছেন মিমি। তিনি লিখেছেন, ‘মা তোমাকে স্বাগত জানাচ্ছে জুনিয়র।’
মিমির ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবি।
মিমির পোষ্য প্রেমের কথা টলিউডে কারও অজানা নয়। চিকুর পরে তিনি ম্যাক্স নামের একটি কুকুরকে বাড়িতে এনেছিলেন। হাস্কি প্রজাতির ম্যাক্স রয়েছে মিমির কাছেই। তার সঙ্গেই এ বার থাকবে জুনিয়রও।
চিকুর মৃত্যুর দিনে দু’টি ছবি পোস্ট করেন মিমি। একটি পোষ্যের ছবি। অন্যটি চিকুর কবর স্থান। মিমি লেখেন, ‘আমার হৃদয়ের একটা অংশ তুমি নিজের সঙ্গে করে নিয়ে গেলে। সমস্ত কষ্ট শেষ। এবার তুমি বিশ্রাম নাও। মা তোমাকে ভালোবাসে।’
ক্যানসারে আক্রান্ত চিকুর চিকিৎসার জন্য কলকাতার বাইরেও গিয়েছিলেন মিমি। নির্বাচনী ব্যস্ততা সামলে পোষ্যের প্রতি দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। আপাতত ম্যাক্স এবং জুনিয়রকে নিয়ে সময় কাটাবেন তিনি। তবে চিকুর স্মৃতি রয়েছে তাঁর দৈনন্দিনে।
আরও পড়ুন, ‘ভাল চিকিৎসা পেলে, হয়তো বাঁচতাম’, ফেসবুক পোস্টের পরের দিনই মৃত্যু অভিনেতার