‘গরমের ছুটির দুপুর আর ভালবাসার মানুষ…’ স্মৃতির সরণিতে হাঁটলেন বিজয়

স্বরলিপি ভট্টাচার্য |

Feb 13, 2021 | 2:13 PM

ছোটবেলার স্মৃতি সকলের কাছেই মূল্যবান। সেই অভিজ্ঞতায় ভাগ করে নিয়েছেন বিজয়।

‘গরমের ছুটির দুপুর আর ভালবাসার মানুষ...’ স্মৃতির সরণিতে হাঁটলেন বিজয়
বিজয় ভার্মা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

নীল রঙা দেওয়াল। বেশ কিছু জায়গায় ফাটল ধরেছে। মেঝেতে পাতা রয়েছে কার্পেট। পুরনো বাড়ি। লম্বা দালান। কোথাও দড়িতে শীতের পোশাক রাখা রোদ্দুরে। মহিলাদের পরনে শিফন শাড়ি। কেউ পরেছেন সামনে আঁচল দিয়ে। কেউ বা সাধারণ ভাবেই। তাঁদের মাঝখানে দাঁড়িয়ে বলিউড (Bollywood) অভিনেতা (Actor) বিজয় ভার্মা (Vijay Varma)।

যাঁরা ওয়েব সিরিজের নিয়মিত দর্শক, তাঁরা বিজয়ে বিলক্ষণ চেনেন। অভিনয় দক্ষতা দিয়েই বলিউডে পায়ের তলার জমি শক্ত করে নিয়েছেন তিনি। শনিবার সোশ্যাল মিডিয়ায় ঠিক এমন ছবিই শেয়ার করেছেন অভিনেতা। আসলে ডাউন মেমরি লেনে হেঁটেছেন বহুদিন পরে। সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

বিজয় লিখেছেন, ‘ছোটবেলার গরমের ছুটির দিনগুলো আমার এখানেই কাটত। এটাই সেই সুন্দর জায়গা। এটা আসলে আমার মায়ের বাড়ি। এই জায়গাটা, এই মানুষগুলোর প্রতি আমার ভালবাসা কোনওদিন কমবে না…।’

ছোটবেলার স্মৃতি সকলের কাছেই মূল্যবান। সেই অভিজ্ঞতায় ভাগ করে নিয়েছেন বিজয়।

আরও পড়ুন, ফের বিয়ে করছেন দিয়া মির্জা? পাত্র কে?

Next Article