রাখির দিন বোনকে জড়িয়ে ছবি বিক্রমের, নিলেন কঠিন সিদ্ধান্ত

Aug 19, 2024 | 9:53 PM

ভাই-বোনের পবিত্র সম্পর্ককে উদযাপন করতেই রাখী উৎসব পালন হয়। এ উৎসব বন্ধনের। কিন্তু সেই সব বন্ধন ছিন্ন করেই তিলোত্তমা আজ না ফেরার দেশে। তাঁকে রক্ষা করতে পারেনি এই শহর। তাই এই বিশেষ উৎসব পালন করার সারবত্তাই খুঁজে পাচ্ছেন না বিক্রম।

রাখির দিন বোনকে জড়িয়ে ছবি বিক্রমের, নিলেন কঠিন সিদ্ধান্ত
বিক্রম চট্টোপাধ্যায়।

Follow Us

মন ভাল নেই এ রাজ্যের। তিলোত্তমাকে হারিয়ে ভেঙে পড়েছেন সকলেই। এক সুরে আওয়াজ উঠেছে, ‘বিচার চাই’। এ সবের মধ্যে আজ অর্থাৎ সোমবার রাখিপূর্ণিমা। বিশেষ দিনে তাঁর প্রাণের প্রিয় বোনকে জড়িয়ে বড় সিদ্ধান্ত বিক্রম চট্টোপাধ্যায়ের। না, এবার রাখী উদযাপন করেননি তাঁরা। কেন? সেই কথাই জানিয়েছেন বিক্রম। সিদ্ধান্ত কঠিন হলেও তা থেকে পিছপা হননি তিনি।
অভিনেতার কথায়, “না, এই বছর রাখী পালন করছি না। কারণ মানসিকভাবে উদযাপনের অবস্থায় নেই। পুরুষ হিসেবে ব্যর্থ হয়েছি। মানুষ হিসেবে ব্যর্থ হয়েছি। সমাজ হিসেবেও ব্যর্থ হয়েছি আমরা। ধর্ষকদের ক্ষমা হবে না। আমরা সবাই বিচার চাই।”

ভাই-বোনের পবিত্র সম্পর্ককে উদযাপন করতেই রাখি উৎসব পালন হয়। এ উৎসব বন্ধনের। কিন্তু সেই সব বন্ধন ছিন্ন করেই তিলোত্তমা আজ না ফেরার দেশে। তাঁকে রক্ষা করতে পারেনি এই শহর। তাই এই বিশেষ উৎসব পালন করার সারবত্তাই খুঁজে পাচ্ছেন না বিক্রম।

তাঁর এই চিন্তা ভাবনাকে সমর্থন জানিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, “সঠিক সিদ্ধান্ত। তোমার পথেই হেঁটেছি বিক্রম। তোমার পাশে আছি। বিচার চাই আমরাও।” তিলোত্তমার মৃত্যুর বিচার চেয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ ক্রমশ জোরাল হচ্ছে। ন্যায়বিচার মিলবে কি, সেই উত্তরের দিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Next Article