রাখিবন্ধন
সৌভ্রাতৃত্বের উৎসব রাখিবন্ধন। রাখিবন্ধন উৎসব শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে হাতে রাখি বাঁধেন বোনেরা। ভাইয়েরা বোনদের রক্ষা করা প্রতিশ্রুতি প্রদান করে। মনে করা হয়, এই বিশেষ দিনে পরিবেশে ‘যম’ বা দুষ্টু ও অশুভ তত্ত্ব বেশি থাকে, এতে ভাইয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু রাখি বন্ধনের ফলে তা দূর হয়ে যায়। শুধু ভাই-বোন নয়, এই উৎসব সমাজের বন্ধনকে আরও দৃঢ় করে। রাখি পূর্ণিমাকে ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনি। রামায়ণ অনুযায়ী, ভগবান রাম সমস্ত বানর সেনাকে ফুল দিয়ে রাখি বেঁধেছিলেন। এছাড়া, লক্ষ্মী বলিকে ভাই হিসেবে মেনে রাখি পরিয়েছিলেন, যাতে তিনি উপহার স্বরূপ বিষ্ণুকে স্বর্গে তাঁর কাছে ফিরে যেতে বলেন।