AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi Bandhan Utsav 2024: এই বছর কখন শুরু রাখী বন্ধন উৎসব? জানেন কোন সময় সবচেয়ে শুভ?

Rakhi Bandhan Utsav 2024: এই বছর রাখী বন্ধন উৎসব আগামী ১৯ অগস্ট। তাহলে আপনার ভাইয়ের মঙ্গল কামনায় আপনি কখন তাঁর হাতে রাখী বাঁধবেন? জেনে নিন এই বছরের শুভ তিথি।

| Updated on: Aug 18, 2024 | 3:53 PM
Share
ভাইবোনের সম্পর্কের বন্ধন অটুট রাখতে এবং ভাইয়ের মঙ্গল কামনায় ঘরে ঘরে পালিত হয় রাখী বন্ধন উৎসব। আবার স্বাধীনতা সংগ্রামের আবহে হিন্দু-মুসলমানের মধ্যে সংহতি তৈরি করতেও এই রাখীকেই হাতিয়ার করে ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।

ভাইবোনের সম্পর্কের বন্ধন অটুট রাখতে এবং ভাইয়ের মঙ্গল কামনায় ঘরে ঘরে পালিত হয় রাখী বন্ধন উৎসব। আবার স্বাধীনতা সংগ্রামের আবহে হিন্দু-মুসলমানের মধ্যে সংহতি তৈরি করতেও এই রাখীকেই হাতিয়ার করে ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।

1 / 8
আবার পুরাণের দিকে তাকালে মহাভারতে শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদীর মঙ্গল সুতো বাঁধার উল্লেখ পাওয়া যায়। তবেই সেটাই যে রাখী বন্ধন ছিল, এমনটা দাবি করে বলা যায় না।

আবার পুরাণের দিকে তাকালে মহাভারতে শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদীর মঙ্গল সুতো বাঁধার উল্লেখ পাওয়া যায়। তবেই সেটাই যে রাখী বন্ধন ছিল, এমনটা দাবি করে বলা যায় না।

2 / 8
রাখী মানেই ভাইয়ের সঙ্গে একটু খুনসুঁটি, খাওয়া দাওয়া, আর  ঘড়ি ধরে পূর্ণ তিথিতে ভাইয়ের হাতে মঙ্গল সুতো বেঁধে দেওয়া। ওঃ বদলে ভাইয়ের থেকে উপহারটি নিতে ভুলবেন না কিন্তু!

রাখী মানেই ভাইয়ের সঙ্গে একটু খুনসুঁটি, খাওয়া দাওয়া, আর ঘড়ি ধরে পূর্ণ তিথিতে ভাইয়ের হাতে মঙ্গল সুতো বেঁধে দেওয়া। ওঃ বদলে ভাইয়ের থেকে উপহারটি নিতে ভুলবেন না কিন্তু!

3 / 8
এই বছর রাখী বন্ধন উৎসব আগামী ১৯ অগস্ট। তাহলে আপনার ভাইয়ের মঙ্গল কামনায় আপনি কখন তাঁর হাতে রাখী বাঁধবেন? জেনে নিন এই বছরের শুভ তিথি।

এই বছর রাখী বন্ধন উৎসব আগামী ১৯ অগস্ট। তাহলে আপনার ভাইয়ের মঙ্গল কামনায় আপনি কখন তাঁর হাতে রাখী বাঁধবেন? জেনে নিন এই বছরের শুভ তিথি।

4 / 8
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু ২ ভাদ্র, রবিবার শেষ রাতে, ৩টে ৬ মিনিটে। অর্থাৎ ১৮ অগস্ট রবিবার, মধ্যরাতে শুরু হয়ে গিয়েছে পূর্ণিমা তিথি।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু ২ ভাদ্র, রবিবার শেষ রাতে, ৩টে ৬ মিনিটে। অর্থাৎ ১৮ অগস্ট রবিবার, মধ্যরাতে শুরু হয়ে গিয়েছে পূর্ণিমা তিথি।

5 / 8
পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ৩ ভাদ্র সোমবার রাত ১১টা ৫৬ মিনিটে। অর্থাৎ ইংরেজি ক্যালান্ডারের ১৯ অগস্ট।

পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ৩ ভাদ্র সোমবার রাত ১১টা ৫৬ মিনিটে। অর্থাৎ ইংরেজি ক্যালান্ডারের ১৯ অগস্ট।

6 / 8
আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পূর্ণিমা তিথির শুরু ১ ভাদ্র, রবিবার রাত ২টো ৩৫ মিনিট ২৭ সেকেন্ডে। অর্থাৎ ১৮ অগস্ট।

আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পূর্ণিমা তিথির শুরু ১ ভাদ্র, রবিবার রাত ২টো ৩৫ মিনিট ২৭ সেকেন্ডে। অর্থাৎ ১৮ অগস্ট।

7 / 8
আর পূর্ণিমা তিথি শেষ হবে ২ ভাদ্র, সোমবার রাত ১২টা ৪২ মিনিট ৪৪ সেকেন্ডে। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের ১৯ অগস্ট। এই দিন রাখী পরানোর শুভ সময় দুপুর ১ টা ৩০ মিনিট থেকে শুরু করে রাত ৮ টা ১৯ মিনিট পর্যন্ত।

আর পূর্ণিমা তিথি শেষ হবে ২ ভাদ্র, সোমবার রাত ১২টা ৪২ মিনিট ৪৪ সেকেন্ডে। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের ১৯ অগস্ট। এই দিন রাখী পরানোর শুভ সময় দুপুর ১ টা ৩০ মিনিট থেকে শুরু করে রাত ৮ টা ১৯ মিনিট পর্যন্ত।

8 / 8