Road Accident: মা ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ল বাইক, হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না দুই যুবককে
Road Accident: ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ওই এলাকায় যানজটও হয় বেশ খানিকটা। খবর পেয়ে ছুটে আসে ট্র্যাফিক পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত দানিস আলম (১৮) ও আনিস রানা (১৯) নামে দুই যুবককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কলকাতা: সাতসকালেই মা ফ্লাইওভারে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণে বাঁচানো গেল না দুই বাইক আরোহীকে। উড়ালপুলের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় ডিভাইডারে ধাক্কা লেগে একেবারে উপর থেকে পড়ে যান দু’জন। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ বলছে চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসার সময় সজোরে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। ছিটকে নিচে পড়ে যান বাইকে থাকা দু’জনেই। রক্তে ভেসে যায় এলাকা।
ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ওই এলাকায় যানজটও হয় বেশ খানিকটা। খবর পেয়ে ছুটে আসে ট্র্যাফিক পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত দানিস আলম (১৮) ও আনিস রানা (১৯) নামে দুই যুবককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে আর কিছু করে উঠতে পারেননি চিকিৎসকেরা। মৃত বলে ঘোষণা করা হয়।
এই খবরটিও পড়ুন
হাসপাতাল সূত্রে খবর, যখন তাঁদের আনা হয় তখন ঘড়িতে সাড়ে ৬টা। পুলিশ বলছে, ঘটনা ঘটেছিল আরও প্রায় বেশ কিছুটা সময় আগে। পুলিশ সূত্রে খবর, দুই যুবকই বউবাজারের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যাচ্ছে দানিস সকালে তাঁর দাদার বাইক নিয়ে বেরিয়েছিল। কিন্তু, পথে যে এই কাণ্ড হয়ে যাবে তা ভাবতে পারেননি কেউ। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।