Gratuity: চাকরি ছাড়ছেন, ঠিক কত টাকা গ্র্যাচুইটি পাবেন আপনি, জানেন?
Gratuity: কাউকে গ্র্যাচুইটি ক্লেম করতে গেলে 'ফর্ম ১' ফিলআপ করে সংস্থার কাছে সাবমিট করতে হয়। একটা খুবই সহজ ফর্মুলায় কে কত টাকা গ্র্যাচুইটি পাবেন, তা হিসাব করা যায়।
কোনও কর্মচারী কোনও সংস্থায় টাকা ৫ বছর ধরে চাকরি করলে সেই কর্মী গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। যদিও ৫ বছরের আগে ওই কর্মী যদি মারা যান বা শারীরিক ভাবে অক্ষম হয়ে যান তাহলে সেই অবস্থাকে বিবেচনার মধ্যে নিয়ে আসা হয় না।
কাউকে গ্র্যাচুইটি ক্লেম করতে গেলে ‘ফর্ম ১’ ফিলআপ করে সংস্থার কাছে সাবমিট করতে হয়। এই ফর্মে সমস্ত তথ্য যেমন, নাম, ঠিকানা, ডিপার্টমেন্ট বা বিভাগ, সংস্থায় জয়েনিংয়ের তারিখ, সংস্থা ছাড়ার তারিখ, কতদিন ওই সংস্থায় চাকরি করেছেন, শেষ মাসে কত টাকা স্যালারি পেয়েছেন সব কিছুর উল্লেখ থাকে। একটা খুবই সহজ ফর্মুলায় কে কত টাকা গ্র্যাচুইটি পাবেন, তা হিসাব করা যায়। গ্র্যাচুইটি = (শেষ মাসের স্যালারি X ১৫/২৬) X কত বছর চাকরি করেছেন। আর শেষ মাসের স্যালারিতে অবশ্যই বেসিক ও ডিএ থাকতে হবে। যদি ওই কর্মী মারা যান তাহলে তাঁর আইনত যে উত্তরাধিকারী তাকে ফর্ম জে বা ফর্ম কে সাবমিট করতে হবে। সঙ্গে ওই কর্মীর মৃত্যুর শংসাপত্র।