Return in Small Cap Mutual Funds: ২০২৪-এ অ্যাক্টিভ স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ হয়েছে ৩৫ হাজার কোটি, নেগেটিভ রিটার্ন এসেছে ৭০ শতাংশ ক্ষেত্রে!
SIP: বাজারের অস্থিরতা ও পতনকে ঠেকানোর জন্যই তৈরি করা হয়েছে এসআইপিকে। যদিও ২০২৪-এ ৭০ শতাংশ ক্ষেত্রে নেগেটিভ রিটার্ন এসেছে স্মলক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার এস নরেন স্মল ও মিডক্যাপ ফান্ডে এসআইপি বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন, “আমাদের মনে হয় স্মল ও মিডক্যাপ সেগমেন্টের বিনিয়োগ থেকে সমস্তকিছু বের করে নেওয়ার এটাই সেরা সময়”।
২০২৪ সালে এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ ২ লক্ষ ৮৯ হাজার কোটি ছুঁয়েছে। ফিসডমে প্রধান গবেষক নীরব কারকেরা বলছেন বাজারের এই ধরণের অস্থিরতা ও পতনকে ঠেকানোর জন্যই তৈরি করা হয়েছে এসআইপিকে।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?

গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড

পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?

বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!
