Return in Small Cap Mutual Funds: ২০২৪-এ অ্যাক্টিভ স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ হয়েছে ৩৫ হাজার কোটি, নেগেটিভ রিটার্ন এসেছে ৭০ শতাংশ ক্ষেত্রে!
SIP: বাজারের অস্থিরতা ও পতনকে ঠেকানোর জন্যই তৈরি করা হয়েছে এসআইপিকে। যদিও ২০২৪-এ ৭০ শতাংশ ক্ষেত্রে নেগেটিভ রিটার্ন এসেছে স্মলক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার এস নরেন স্মল ও মিডক্যাপ ফান্ডে এসআইপি বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন, “আমাদের মনে হয় স্মল ও মিডক্যাপ সেগমেন্টের বিনিয়োগ থেকে সমস্তকিছু বের করে নেওয়ার এটাই সেরা সময়”।
২০২৪ সালে এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ ২ লক্ষ ৮৯ হাজার কোটি ছুঁয়েছে। ফিসডমে প্রধান গবেষক নীরব কারকেরা বলছেন বাজারের এই ধরণের অস্থিরতা ও পতনকে ঠেকানোর জন্যই তৈরি করা হয়েছে এসআইপিকে।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।