ISL 2024-25, MBSG: অ্যাওয়ে ম্যাচে ব্লাস্টার্স বধ, ইতিহাসের সামনে মোহনবাগান
Mohun Bagan vs Kerala Blasters: ঘরের মাঠের সমর্থকরা মোহনবাগানের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে এই চিন্তাও ছিল। যদিও মোহনবাগানের বিধ্বংসী পারফরম্যান্সে কোনও সুযোগই পায়নি কেরালা ব্লাস্টার্স। তাদের ঘরের মাঠে ৩-০ জয় মোহনবাগানের। শুধু তাই নয়, ইতিহাসেরও সামনে সবুজ মেরুন।

ইন্ডিয়ান সুপার লিগে জয়ের ধারা অব্যাহত মোহনবাগানের। একটু ভাবনা ছিল অ্যাওয়ে ম্যাচ নিয়ে। এ দিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নেমেছিল মোহনবাগান। ঘরের মাঠের সমর্থকরা মোহনবাগানের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে এই চিন্তাও ছিল। যদিও মোহনবাগানের বিধ্বংসী পারফরম্যান্সে কোনও সুযোগই পায়নি কেরালা ব্লাস্টার্স। তাদের ঘরের মাঠে ৩-০ জয় মোহনবাগানের। শুধু তাই নয়, ইতিহাসেরও সামনে সবুজ মেরুন।
আইএসএলে গত বার লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। টুর্নামেন্টের ইতিহাসে কোনও টিম লিগ শিল্ড ধরে রাখতে পারেনি। এ বার ইতিহাস বদলের সামনে। মোহনবাগান লিগ টেবলের শীর্ষে। শুধু তাই নয়, প্লে-অফ আগেই নিশ্চত করেছিল। আর একটা ম্যাচ জিতলে লিগ শিল্ডও নিশ্চিত। এর জন্য কোনও অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হবে না আর। মোহনবাগান অবশ্য আগেও লিগ শিল্ড জিতে নিতে পারে। এফসি গোয়া পয়েন্ট নষ্ট করলেই খেল খতম।
শীর্ষে থাকা মোহনবগান ১০ পয়েন্টের লিড নিয়েছে। এফসি গোয়া বাকি সব ম্যাচ জিতলে সর্বাধিক ৫১ পয়েন্টে পৌঁছতে পারে। মোহনবাগান যদি পরের ম্যাচটি জেতে ৫২ পয়েন্ট হয়ে যাবে। এসব অঙ্ক নিয়ে ভাবার মেজাজে যে মোহনবাগান নেই, তা নিশ্চিত তাদের পারফরম্যান্সেই। ওড়িশার বিরুদ্ধেই লিগ শিল্ড নিশ্চিত করে ফেলতে পারে সবুজ মেরুন।
এ দিন কেরালা ব্লাস্টার্সের মাঠে মোহনবাগানেরই দাপট দেখা যায়। জোড়া গোল করেন জেমি ম্যাকলারেন। টানা দু-ম্যাচে জোড়া গোলের কীর্তি জেমির। ২৮ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধের শেষ দিকে স্কোরলাইন ২-০ করেন সেই জেমি ম্যাকলারেনই। ম্যাচের ৬৬ মিনিটে আরও একটি গোল আলবার্তো রডরিগজের।





