AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nora Fatehi: লাল-কালো কম্বিনেশন, রকস্টার-এর মতো ‘ফিনিশ’ নোরা ফতেহির, লিখলেন…

Red And Black Athleisure Set: লাল-কালো রঙের কম্বিনেশন। অ্যাথলিটদের মতো পোশাক। তাতেই ঝড় তুললেন নোরা ফতেহি। শুধু যে কনসার্টে তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও জোর আলোচনা। নিজে ছবি পোস্ট করে লিখেওছেন, ডিভার মতো এন্ট্রি আর রকস্টারের মতো ফিনিশ! মঞ্চ কী ভাবে মাতাতে হয়, নোরা ফতেহি সেটা ভালো করেই জানেন। সঙ্গে সোশ্যাল মিডিয়াও মাতিয়ে দিয়েছেন।

| Updated on: Dec 20, 2024 | 8:58 PM
Share
লাল-কালো রঙের কম্বিনেশন। অ্যাথলিটদের মতো পোশাক। তাতেই ঝড় তুললেন নোরা ফতেহি। শুধু যে কনসার্টে তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও জোর আলোচনা। ছবি: Instagram

লাল-কালো রঙের কম্বিনেশন। অ্যাথলিটদের মতো পোশাক। তাতেই ঝড় তুললেন নোরা ফতেহি। শুধু যে কনসার্টে তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও জোর আলোচনা। ছবি: Instagram

1 / 8
নিজে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেওছেন, ডিভার মতো এন্ট্রি আর রকস্টারের মতো ফিনিশ! মঞ্চ কী ভাবে মাতাতে হয়, নোরা ফতেহি সেটা ভালো করেই জানেন। সঙ্গে সোশ্যাল মিডিয়াও মাতিয়ে দিয়েছেন। ছবি: Instagram

নিজে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেওছেন, ডিভার মতো এন্ট্রি আর রকস্টারের মতো ফিনিশ! মঞ্চ কী ভাবে মাতাতে হয়, নোরা ফতেহি সেটা ভালো করেই জানেন। সঙ্গে সোশ্যাল মিডিয়াও মাতিয়ে দিয়েছেন। ছবি: Instagram

2 / 8
খবর পড়েন না, তৈরি করেন...। নোরা ফতেহির ক্ষেত্রে যেন এই কথাটা খাটে। দিল্লিতে একটি কনসার্টে এমন সারপ্রাইজ এন্ট্রি নিয়েই খবরে। ছবি: Instagram

খবর পড়েন না, তৈরি করেন...। নোরা ফতেহির ক্ষেত্রে যেন এই কথাটা খাটে। দিল্লিতে একটি কনসার্টে এমন সারপ্রাইজ এন্ট্রি নিয়েই খবরে। ছবি: Instagram

3 / 8
দেখে মনে হতেই পারে, যেন ওয়াক-এ বেরিয়েছেন! সেটাই তাঁর স্টাইল স্টেটমেন্ট বানিয়েছেন কিছুক্ষণের জন্য। তবে দেখতে কিন্তু মন্দ লাগছে না। ছবি: Instagram

দেখে মনে হতেই পারে, যেন ওয়াক-এ বেরিয়েছেন! সেটাই তাঁর স্টাইল স্টেটমেন্ট বানিয়েছেন কিছুক্ষণের জন্য। তবে দেখতে কিন্তু মন্দ লাগছে না। ছবি: Instagram

4 / 8
পোশাকে এর আগেও বহু বার ঝড় তুলেছেন নোরা ফতেহি। করণ ওজলার কনসার্টে আরও একবার সেটাই করলেন। ছবি: Instagram

পোশাকে এর আগেও বহু বার ঝড় তুলেছেন নোরা ফতেহি। করণ ওজলার কনসার্টে আরও একবার সেটাই করলেন। ছবি: Instagram

5 / 8
এর আগে ডলস অ্যান্ড গাবানার টাইট ক্রপ টপ পোশাকেও এমন ঝড় তুলেছিলেন। যাতে আবার নানা কিছু লেখার মতো। ছবি: Instagram

এর আগে ডলস অ্যান্ড গাবানার টাইট ক্রপ টপ পোশাকেও এমন ঝড় তুলেছিলেন। যাতে আবার নানা কিছু লেখার মতো। ছবি: Instagram

6 / 8
পোশাক যে শুধু পরিধানের জন্য নয়, বরং দৃষ্টি আকর্ষণও, বারবার যেন এই স্টেটমেন্টই দিতে চান নরো ফতেহি। ছবি: Instagram

পোশাক যে শুধু পরিধানের জন্য নয়, বরং দৃষ্টি আকর্ষণও, বারবার যেন এই স্টেটমেন্টই দিতে চান নরো ফতেহি। ছবি: Instagram

7 / 8
এথনিক পোশাকেও কিন্তু কম যান না! অতীতে শাড়ি পরা ছবি পোস্ট করেও বুঝিয়ে দিয়েছিলেন, তিনিই আসল শো-স্টপার। ছবি: Instagram

এথনিক পোশাকেও কিন্তু কম যান না! অতীতে শাড়ি পরা ছবি পোস্ট করেও বুঝিয়ে দিয়েছিলেন, তিনিই আসল শো-স্টপার। ছবি: Instagram

8 / 8