AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Personality Traits: অল্পতেই অগ্নিশর্মা নাকি কিছুতেই রাগ হয়না? হাতের আঙুল ফাঁস করবে আপনার গোপন কথা!

প্রতিটি মানুষের ব্যক্তিত্বের একাধিক দিক রয়েছে। অনেকের হাতের আঙুলের দৈর্ঘ্য সেই ব্যক্তির চরিত্রের নানা অজানা কথা বলে দেয়। আপনার হাতের আঙুল কেমন? তা ফাঁস করবে আপনার গোপন কথা।

| Updated on: Dec 21, 2024 | 12:08 PM
Share
সকল মানুষের ব্যক্তিত্বের নানা দিক রয়েছে। অনেক ব্যক্তির হাতের আঙুলের দৈর্ঘ্য দেখে বোঝা যায় তাঁর চরিত্র কেমন। (Pic Credit: Getty Images)

সকল মানুষের ব্যক্তিত্বের নানা দিক রয়েছে। অনেক ব্যক্তির হাতের আঙুলের দৈর্ঘ্য দেখে বোঝা যায় তাঁর চরিত্র কেমন। (Pic Credit: Getty Images)

1 / 8
যদি কোনও ব্যক্তির তর্জনীর থেকে অনামিকা বেশি লম্বা হয়, তা হলে তিনি শান্ত প্রকৃতির। এই ব্যক্তিরা অপরের দৃষ্টি আকর্ষণও করতে চান না। (Pic Credit: Getty Images)

যদি কোনও ব্যক্তির তর্জনীর থেকে অনামিকা বেশি লম্বা হয়, তা হলে তিনি শান্ত প্রকৃতির। এই ব্যক্তিরা অপরের দৃষ্টি আকর্ষণও করতে চান না। (Pic Credit: Getty Images)

2 / 8
যাঁদের তর্জনীর থেকে অনামিকা বড় তাঁরা শান্ত স্বভাবের কারণে না চাইতেও সকলের নজর কেড়ে নেন। জটিল পরিস্থিতি সহজে সামাল দিতে পারেন। (Pic Credit: Getty Images)

যাঁদের তর্জনীর থেকে অনামিকা বড় তাঁরা শান্ত স্বভাবের কারণে না চাইতেও সকলের নজর কেড়ে নেন। জটিল পরিস্থিতি সহজে সামাল দিতে পারেন। (Pic Credit: Getty Images)

3 / 8
যে ব্যক্তির তর্জনীর থেকে অনামিকা বেশি লম্বা তাঁদের এমন কাজ পছন্দ, যা মন তীক্ষ্ণ রাখে। এদের থেকে অনেকেই পরামর্শ নেন। প্রয়োজন পড়লে কমফোর্ট জোন থেকে বেরিয়ে পড়েন। (Pic Credit: Getty Images)

যে ব্যক্তির তর্জনীর থেকে অনামিকা বেশি লম্বা তাঁদের এমন কাজ পছন্দ, যা মন তীক্ষ্ণ রাখে। এদের থেকে অনেকেই পরামর্শ নেন। প্রয়োজন পড়লে কমফোর্ট জোন থেকে বেরিয়ে পড়েন। (Pic Credit: Getty Images)

4 / 8
কোনও ব্যক্তির তর্জনী যদি তাঁর অনামিকা আঙুলের চেয়ে লম্বা হয়, তা হলে সেই ব্যক্তি আত্মবিশ্বাসী, সাহসী। তাঁরা সাধারণত শান্ত খাকেন। (Pic Credit: Getty Images)

কোনও ব্যক্তির তর্জনী যদি তাঁর অনামিকা আঙুলের চেয়ে লম্বা হয়, তা হলে সেই ব্যক্তি আত্মবিশ্বাসী, সাহসী। তাঁরা সাধারণত শান্ত খাকেন। (Pic Credit: Getty Images)

5 / 8
কোনও ব্যক্তির অনামিকা আঙুলের চেয়ে তর্জনী লম্বা হলে তাঁরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। তাঁরা উচ্চাকাঙ্ক্ষী হন। চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও তাঁরা উদ্বেগ দেখান না। (Pic Credit: Getty Images)

কোনও ব্যক্তির অনামিকা আঙুলের চেয়ে তর্জনী লম্বা হলে তাঁরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। তাঁরা উচ্চাকাঙ্ক্ষী হন। চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও তাঁরা উদ্বেগ দেখান না। (Pic Credit: Getty Images)

6 / 8
যদি কোনও মানুষের অনামিকা ও তর্জনীর দৈর্ঘ্য সমান হয়, তা হলে আপনি শান্ত প্রকৃতির মানুষ। নিজের চারপাশে শান্ত পরিবেশ পছন্দ করেন। (Pic Credit: Getty Images)

যদি কোনও মানুষের অনামিকা ও তর্জনীর দৈর্ঘ্য সমান হয়, তা হলে আপনি শান্ত প্রকৃতির মানুষ। নিজের চারপাশে শান্ত পরিবেশ পছন্দ করেন। (Pic Credit: Getty Images)

7 / 8
যে ব্যক্তির অনামিকা ও তর্জনীর দৈর্ঘ্য সমান হয় তাঁরা কোনও ঝামেলায় জড়াতে চান না। যে জায়গায় সংঘর্ষের সম্ভবনা থাকে, তা এড়িয়ে চলেন। (Pic Credit: Getty Images)

যে ব্যক্তির অনামিকা ও তর্জনীর দৈর্ঘ্য সমান হয় তাঁরা কোনও ঝামেলায় জড়াতে চান না। যে জায়গায় সংঘর্ষের সম্ভবনা থাকে, তা এড়িয়ে চলেন। (Pic Credit: Getty Images)

8 / 8