East Bengal: জিতলেই ডার্বি, সুপার কাপে ইস্টবেঙ্গলের ম্যাচ কখন, কোথায় দেখবেন?
Kalinga Super Cup 2025: গতবারের চ্যাম্পিয়ন লাল-হলুদের লক্ষ্য নিজেদের শিরোপা ধরে রাখা। অন্য দিকে, নিজেদের প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে কেরালা। মরসুমের মাঝপথে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন অস্কার ব্রুজো। এ বার তাঁর কাছে সুযোগ ট্রফি জেতার।

কলকাতা: কাল অর্থাৎ ২০ এপ্রিল শুরু হতে চলেছে কলিঙ্গ সুপার কাপ। প্রথম দিনই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে রাত ৮টা থেকে ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন লাল-হলুদের লক্ষ্য নিজেদের শিরোপা ধরে রাখা। অন্য দিকে, নিজেদের প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে কেরালা। মরসুমের মাঝপথে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন অস্কার ব্রুজো। এ বার তাঁর কাছে সুযোগ ট্রফি জেতার।
এ মরসুমে ইস্টবেঙ্গলের প্রাপ্তি সেই অর্থে কিছুই নেই। গত মরসুমে সুপার কাপ জয়ে খুশির হাওয়া এসেছিল লাল-হলুদে। দীর্ঘ ১২ বছরের ব্যবধানে সর্বভারতীয় ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগেও খেলার সুযোগ পেয়েছিল। সুপার কাপে ট্রফি জেতা দল এফসি চ্যাম্পিয়নস লিগ ২-তে যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পাবে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলেছেন, “গত তিন সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করছি। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই টুর্নামেন্টে জিততে পারলে এশিয়ার মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করার আবার সুযোগ পাব। এটাই আমাদের কাছে সব থেকে বড় মোটিভেশন।”
সাউল ক্রেসপোর চোট রয়েছে। অস্কার বলেছেন, “ক্রেসপো কাফ মাসলে চোট পেয়েছিল। দলের চিকিৎসক জানিয়েছে চোট গুরুতর নয়। গত দুই দিন ও দলের সঙ্গে অনুশীলন করেননি। ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।”
সুপার কাপে ৬ বিদেশি নিয়ে খেলার নিয়ম রয়েছে। লাল হলুদের স্কোয়াডে রয়েছেন পাঁচ বিদেশি। কয়েকদিন আগেই ক্লেটন সিলভাকে ছেড়ে দিয়েছে লাল হলুদ। সাউল ক্রেসপোর চোট। সেখানে লাল হলুদ ৬ বিদেশি নিয়ে খেলার সুযোগকে কাজে লাগাতে পারবে না। অপর দিকে পূর্ণ শক্তি নিয়ে নামবে কেরল।
ইস্টবেঙ্গল সহ প্রি-কোয়ার্টার ফাইনালের প্রত্যেকটি ম্যাচ দেখা যাবে জিওহটস্টারে। কোয়ার্টার ফাইনাল থেকে প্রত্যেকটি ম্যাচ জিওহটস্টারের পাশাপাশি টেলিভিশনে দেখা যাবে স্টার স্পোর্টস ৩ চ্যানেলে।
