মেয়ের বিয়ের সম্বন্ধ শাহিদের মতো স্টারের সঙ্গে! কী পেশা মীরার বাবার?
Meera Rajput: মীরা শাহিদের থেকে অনেকটাই ছোট। সম্বন্ধ করে বিয়ে হলেও তাঁদের মধ্যে বোঝাপড়া বেশ ভাল। এত বছর কেটে গিয়েছে, দুই সন্তান নিয়ে জমিয়ে সংসার করছে তাঁরা দু'জনে।

শাহিদ কাপুর ও মীরা রাজপুতের সম্বন্ধ করে বিয়ে। আজ তাঁরা সুখী দম্পতি। রয়েছে দুই ছেলেমেয়ে। একবার মজা করে কপিল শর্মা মীরাকে বলেছিলেন, বলিউডের অংশ নন, কোনও পরিচয়ও নেই বলি জগতের সঙ্গে অথচ সম্বন্ধ আসছে শাহিদ কাপুরের! আমাদের সঙ্গে তো এমনটা ঘটে না! শুনে হেসেছিলেন সকলে! তবে একবারের জন্যও কি মনে হয়েছে মীরার বাবার পেশা কী? কী এমন করে তাঁর পরিবার যে সত্যিই শাহিদের মতো হ্যান্ডসাম হাঙ্ক বিয়ে করতে চান মীরাকে। মীরা আজ গৃহবধূ। তবে তাঁর শিক্ষাগত যোগ্যতা চমকে দেওয়ার মতো। বলি পরিবার না হলেও তিনি জন্মেছেন সোনার চামচ মুখে দিয়েই। মীরার বাবার নাম বিক্রমাদিত্য রাজপুত। মীরারা দুই ভাই তিনি বোন। মীরা মেজো বোন।
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন মীরা। সেই পরীক্ষায় দশম স্থানও অধিকার করেন। নয়া দিল্লির ছাতারপুরে তাঁদের বড় হয়ে ওঠা। মীরার বাবা একজন ধনী ব্যবসায়ী। জোলটন প্রপারটিস প্রাইভেট লিমিটেডের মালিকানা তাঁর হাতে। অন্যদিকে মীরার মা গৃহবধূ। ছোট থেকেই আদরে মানুষ তিনি। একবার এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছিলেন, শাহিদের পরিবার যখন তাঁর বাড়িতে আসে প্রথম বার, সে সময় শাহিদ উড়তা পঞ্জাবের লুকে হাজির হয়েছিলেন। উসকো খুশকো দাড়ি, বড় চুল– প্রথমটায় চমকেই গিয়েছিলেন মীরা। তবে পরে মন দিয়ে বসেন তাঁকেই।
মীরা শাহিদের থেকে অনেকটাই ছোট। সম্বন্ধ করে বিয়ে হলেও তাঁদের মধ্যে বোঝাপড়া বেশ ভাল। এত বছর কেটে গিয়েছে, দুই সন্তান নিয়ে জমিয়ে সংসার করছে তাঁরা দু’জনে।
