সম্প্রতি পরিচালক বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলফথ ফেল’ ছবিতে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করে সক্কলের বাহবা কুড়িয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তারপর থেকেই তাঁকে নিয়ে আলোচনা সর্বত্র। কে এই অভিনেতা? কেন ১৬ বছর বয়স থেকে অভিনয় করার দীর্ঘ ২১ বছর পর এত খ্যাতি পেলেন বিক্রান্ত? কেন হল এত্ত দেরি? ছোট থেকেই অভাবের মধ্যে বড় হয়েছিলেন বিক্রান্ত। তাই লেখাপড়া করতে-করতেই রোজগার করতে শুরু করেন এই অভিনেতা। ছোট বয়সেই হিন্দি সিরিয়ালে অভিনয় করা শুরু করেছিলেন বিক্রান্ত। কিন্তু তিনি প্রথম সকলের নজর কাড়তে শুরু করেন সেই সময়কার অত্যন্ত জনপ্রিয় ‘বালিকা বধূ’ ধারাবাহিকে অভিনয় করে। তারপর একের পর-এক সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেতে শুরু করেন বিক্রান্ত।
সেই কারণেই বুদ্ধি অবলম্বন করেন নায়ক। অডিশনে তিনি পরিচালকদেরও থাকার অনুরোধ করতেন। এবং অভিনেতার অনুরোধ অনেকেই শুনেছিলেন। অনেক পরিচালকই বিক্রান্তের অনুরোধে অডিশনে উপস্থিত থাকার চেষ্টা করতেন। ‘টুয়েলফথ ফেল’ ছবিতে বিক্রান্তের শেষ দৃশ্যটিতে কাট বলার পরও হাউ হাউ করে কাঁদের। সেই কথা তিনি নিজেই স্বীকার করে নিয়েছিলেন অভিনেতা। কেন সেই কান্না? সেই কান্না আসলে বিক্রান্তের নিজের সংগ্রামের কথা মনে করিয়ে দিয়েছিল সেই সময়ে। তাঁর মনে পড়ছিল নিজের হেরে যাওয়া দিনগুলোর কথা।