
স্টেজ শো করতে গেলে কী-কী বলতে হয়! সম্প্রতি খলনায়ক সুমিত গঙ্গোপাধ্যায়ের একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটা স্টেজ শোয়ে সুমিত বলছেন, ”আমার একটা দুঃখ আছে। মনে হয় কোয়েলের কোমরটা একটু জড়িয়ে ধরি। ওই গাছের ডাল ধরে ঝুলে-ঝুলে একটু গান গাই। ওই নরম মিষ্টি গালে আমার এই দেড়ো গালটা একটু ঠেকাই। দেয় না গো! যখনই শুভশ্রী (গঙ্গোপাধ্যায়), শ্রাবন্তী (চট্টোপাধ্যায়), কোয়েলের (মল্লিক) কাছে গিয়ে বলি, ‘চলো না, একটু বেড়িয়ে আসি, সিনেমা দেখি, ফুচকা খাই’, তখনই ওঁরা বলে, ‘মারব জুতোর বাড়ি’। এই জন্য তো জোর করে টেনে নিয়ে যাই ঘরের ভিতর…”
বাস্তব জীবনে অভিনেতা যে এমন কিছু করেননি সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু তিনি যেসব বাংলা ছবিতে দুষ্টু লোক হয়েছেন, সেখানে নায়িকাদের অমতে তাঁদের চারপাশে ঘুরঘুর করতে দেখা যেত এই খলনায়ককে। ছবিতে যেমন চরিত্র ফুটিয়ে তোলেন তিনি, স্টেজ শোয়ে দর্শকের সামনে সেরকমই এক চরিত্রের মনের কথা তুলে ধরতে গিয়ে সুমিত এসব কথা বলেছেন।
লক্ষণীয় বাংলা ছবির নামী খলনায়ক হলেও, সুমিত গঙ্গোপাধ্যায় মাঝে বেশ কিছুদিন টলিউডে কাজ করেননি। সেরকম ভালো কাজ পাচ্ছিলেন না। কিন্তু প্রযোজক হওয়ার পর নায়ক দেব সুমিতের হাত ধরেছেন। ‘খাদান’ ছবির সময় থেকে দেবের সঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে সুমিতকে। বাংলায় যে অ্যাকশন ছবি ফিরছে, সেখানে নামী খলনায়কদের আবার ডাক পড়ছে, সে কথা সুমিত TV9 বাংলাকে জানিয়েছেন একটা সাক্ষাত্কারে।