পর্দায় গুলি করেন, বাস্তবে তাঁকেই করোনার ওষুধ জোগাড় করে দিলেন পঙ্কজ

জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’ ছবিতে শেষবার বড়পর্দায় অভিনয় করেছেন বিনীত। পরিবারের সকলকে নিয়ে তিনি বেনারসে থাকেন। টুইট করে বিনীত জানান, তাঁরা সকলেই করোনায় আক্রান্ত।

পর্দায় গুলি করেন, বাস্তবে তাঁকেই করোনার ওষুধ জোগাড় করে দিলেন পঙ্কজ
পঙ্কজ ত্রিপাঠি।
Follow Us:
| Updated on: Apr 17, 2021 | 6:59 PM

সিনে পর্দায় একে অপরকে সহ্য করতে পারতেন না। চিত্রনাট্যের দাবি মেনে গুলিও চালিয়েছেন। কিন্তু বাস্তব ছবিটা একেবারে আলাদা। সেখানে একে অপরের পাশে দাঁড়ালেন তাঁরা। অর্থাৎ বলিউড (bollywood) অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi) এবং বিনীত কুমার সিং (Vineet Kumar Singh)।

জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’ ছবিতে শেষবার বড়পর্দায় অভিনয় করেছেন বিনীত। পরিবারের সকলকে নিয়ে তিনি বেনারসে থাকেন। টুইট করে বিনীত জানান, তাঁরা সকলেই করোনায় আক্রান্ত। কিন্তু শহরের ল্যাবগুলিতে প্রচুর করোনা পরীক্ষার চাপ থাকায় সেখানে পরীক্ষা করালেও পাঁচ দিনের আগে রিপোর্ট পাওয়া সম্ভব হচ্ছিল না। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও তিনি শহরে পাননি।

এই পরিস্থিতিতে বিনীত এবং তাঁর পরিবারের সদস্যদের সাহায্য করতে এগিয়ে আসেন পঙ্কজ ত্রিপাঠি। বিনীতের প্রয়োজনীয় যাবতীয় ওষুধের ব্যবস্থা তিনি করে দেন। অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘গ্যাংস অব ওয়াসেরপুর’-এ পঙ্কজের চরিত্র ‘সুলতান’ বিনীতের চরিত্র ‘দানিশ’কে গুলি করে। সেই প্রসঙ্গ টেনে বিনীত লেখেন, “আমরা অসুস্থ। কিন্তু ওষুধ পেয়েছি। সব ব্যবস্থা করে দেওয়ার জন্য পঙ্কজ ত্রিপাঠিকে অনেক ধন্যবাদ। ‘গ্যাংস অব ওয়াসেরপুর’-এ আপনার চরিত্র আমার চরিত্রকে মেরে ফেলেছিল ঠিকই। কিন্তু বাস্তবে আপনি জীবনদায়ী ওষুধ পাঠালেন।”

করোনার দ্বিতীয় ওয়েভে বিপর্যস্ত গোটা বিশ্ব। ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রের অবস্থাও বেশ খারাপ। একের পর এক তারকাদের আক্রান্ত হওয়ার ঘটনা সেই চিত্রকেই আরও স্পষ্ট করছে। এই পরিস্থিতিতে পঙ্কজের ইন্ডাস্ট্রির সতীর্থর পাশে দাঁড়ানোর প্রশংসা করেছেন সকলে। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি প্রচারবিমুখ পঙ্কজ।

আরও পড়ুন, অনুষার সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুলে বিস্ফোরক করণ