করিনাকে পিছনে ফেলে কোন বিষয়ে ফার্স্ট হলেন অনুষ্কা?
এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি কোনও তারকা।
করিনা কপূর খান এবং সইফ আলি খানকে হারিয়ে দিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহালি (Virat Kohli)। এই দম্পতি যুগলের মধ্যে এখন একটাই মিল। দুই নায়িকাই সন্তানসম্ভবা। প্রথমবারের জন্য মা হবেন অনুষ্কা। অন্যদিকে তৈমুরের পর দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন করিনা। আর সেই ঘোষণার নিরিখেই বাজিমাৎ করলেন বিরাট-অনুষ্কা।
বিষয়টা একটু খুলে বলা যাক। আসলে বিরাট-অনুষ্কা সংসারে নতুন অতিথি আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তাঁদের সেই টুইট চলতি বছরের সবথেকে বেশি লাইক পাওয়া টুুইট হয়ে উঠেছে। টুইটার ইন্ডিয়ার তরফে অফিশিয়ালি এই তথ্য জানানো হয়েছে। সন্তান আগমনের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন সইফ-করিনাও। কিন্তু এখানে এগিয়ে অনুষ্কা-বিরাট জুটি।
আরও পড়ুন, বউ বলেছে, এতদিন তো আমি জানতামই, এবার গোটা পৃথিবী জানে ‘মকবুল’ কত অনুগত: সাজি চৌধুরি
We’re still not sure what happened to 2020… but #ThisHappened pic.twitter.com/ta6Vh6eD6g
— Twitter India (@TwitterIndia) December 8, 2020
গত ২৭ অগস্ট বিরাট-অনুষ্কা টুইট করেছিলেন, ‘আমরা এবার তিন। ২০২১-এর জানুয়ারিতেই আসছি।’ সেই টুইট এই বছর সবথেকে বেশি মানুষের লাইক পেয়েছে।
And then, we were three! Arriving Jan 2021 ❤️? pic.twitter.com/0BDSogBM1n
— Virat Kohli (@imVkohli) August 27, 2020
একই সঙ্গে হ্যাশট্যাগ কোভিড ১৯ চলতি বছরে সবথেকে বেশি ব্যবহৃত হ্যাশ ট্যাগ বলে জানিয়েছেন টুইট ইন্ডিয়া কর্তৃপক্ষ। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা, মির্জাপুর ২ এবং টেলিভিশনের বিগ বস সবথেকে আলোচিত ওয়েব এবং টেলিভিশন শো। আন্তর্জাতিক ওয়েব সিরিজের নিরিখে সবচেয়ে আলোচিত মানি হাইস্ট। ব্ল্যাক প্যান্থার তারকা বোসম্যানের মৃত্যুর টুইট সবথেকে বেশি রিটুইট হয়েছে ২০২০-তে।
আরও পড়ুন, ডোলান্ড নয়, আমাকে ডোনাল্ড বললেই আমি খুশি: জয়জিৎ
তালিকা দীর্ঘ। তবে বছর শেষে করিনাকে পিছনে ফেলে অনুষ্কার একধাপ এগিয়ে যাওয়া উপভোগ করছেন অনুরাগীরা। যদিও এ নিয়ে কোনও প্রতিযোগিতার মনোভাব অন্তত তাঁদের মধ্যে ছিল না বলেই মনে করেন ঘনিষ্ঠরা। আর এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি কোনও তারকা।