AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাংলা কাশ্মীর হয়ে উঠছে’! টিজার মুক্তি পেল মিঠুন-শাশ্বত-অনুপম অভিনীত ‘বেঙ্গল ফাইলসে’র

তা তসখন্দ ফাইলস হোক কিংবা কাশ্মীর ফাইলস। আর এবার সেই বিতর্ককে সঙ্গে নিয়েই বেঙ্গল ফাইলস নিয়ে আসছেন পরিচালক বিবেক।

'বাংলা কাশ্মীর হয়ে উঠছে'! টিজার মুক্তি পেল মিঠুন-শাশ্বত-অনুপম অভিনীত 'বেঙ্গল ফাইলসে'র
| Updated on: Jun 12, 2025 | 1:37 PM
Share

পরিচালক বিবেক অগ্নিহোত্রী মানেই বিতর্কের সূত্রপাত। তা তসখন্দ ফাইলস হোক কিংবা কাশ্মীর ফাইলস। আর এবার সেই বিতর্ককে সঙ্গে নিয়েই বেঙ্গল ফাইলস নিয়ে আসছেন পরিচালক বিবেক। যে ছবির ঘোষণার পর থেকেই বিতর্কে জড়়িয়ে ছিলেন, সেই ছবিরই টিজার প্রকাশ্যে এল। টিজারেই বিবেক বুঝিয়ে ছিলেন, এই ছবিও ঝড় তুলবে গোটা দেশে।

টিজারের শুরুতেই সংলাপ। বাংলা ধীরে ধীরে দ্বিতীয় কাশ্মীর হয়ে উঠছে। সাম্প্রদায়িক রাজনীতি কতদিন চলবে আর? এই প্রশ্নকে সঙ্গে নিয়েই বিবেক সামনে আনলেন তাঁর দ্য বেঙ্গল ফাইলস ছবির টিজার। প্রথম ঝলকেই দেখা মিলল অনুপম খের, মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস, পল্লবী যোশীর মতো দাপুটে অভিনেতাদের।

২০২২ সালে মুক্তি পেয়েছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস। মুক্তির পর পরই গোটা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল বিবেকের এই ছবি। প্রশংসার সঙ্গে সঙ্গে বিতর্কের মুখে পড়েছিলেন বিবেক। তবে ওসবে পাত্তা না দিয়েই, জানিয়ে ছিলেন খুব শীঘ্রই আরও বড় চমক আনতে চলেছেন তিনি। সঙ্গে বিবেক জানিয়ে ছিলেন তাঁর এই ছবিতে রয়েছে বাংলার যোগ! ছবিটি মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর।