‘শুধু কাশ্মীর নয়, বাংলার দিকেও নজর দিন’, অমিত শাহের কাছে আবেদন বিবেক অগ্নিহোত্রীর

টার্গেট কিলিং-এর শিকার সাধারণ পর্যটক। গোটা দেশ শোকস্তব্ধ। প্রতিবাদের ঝড় বইছে সর্বত্র। এর শেষ কোথায়? প্রশ্ন তুলছেন কাশ্মীরের বাসিন্দারা। সেই কাশ্মীরকেই রক্ষা করার আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব পরিচালক।

শুধু কাশ্মীর নয়, বাংলার দিকেও নজর দিন, অমিত শাহের কাছে আবেদন বিবেক অগ্নিহোত্রীর

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 23, 2025 | 8:21 PM

কাশ্মীরকে তিনি কাছ থেকে দেখেছেন। কাশ্মীর নিয়ে কাজ করেছেন। দ্য কাশ্মীর ফাইলস ছবি করার সময় প্রতিটা ক্ষেত্রে ফিরে গিয়েছিলেন অতীতের সেই যন্ত্রণাদায়ক স্মৃতিতে। তিনি পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আজ আবারও রক্তাক্ত কাশ্মীর। টার্গেট কিলিং-এর শিকার সাধারণ পর্যটক। গোটা দেশ শোকস্তব্ধ। প্রতিবাদের ঝড় বইছে সর্বত্র। এর শেষ কোথায়? প্রশ্ন তুলছেন কাশ্মীরের বাসিন্দারা। সেই কাশ্মীরকেই রক্ষা করার আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব পরিচালক।

তিনি বিদেশে। খবর কানে যেতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট পরিচালকের। লিখলেন, “শিকাগোয় নেমে কাশ্মীরের ঘটনা জানতে পারি। অনেকদিন ধরে এই ভয়টা পেয়েছিলাম। আমার দীর্ঘদিন ধরেই মনে হয়েছিল কাশ্মীরে শান্তি নেই, জোর করে শান্তি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। অমিত শাহের কাছে আমার বিনীত আবেদন, দয়া করে কাশ্মীরকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুন।”

তবে এখানেই থেমে থাকলেন না পরিচালক। তুললেন বাংলার প্রসঙ্গ। সম্প্রতি মুর্শিদাবাদের ঘটনাও টানলেন তিনি। বাংলার উত্তাল পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাঁকেও। মুর্শিদাবাদে চলছিল তাঁর আগামী ছবির কাজ। অশান্ত পরিস্থিতির কারণে কাজ বন্ধ রাখতে হয়েছিল তাঁকে। ফলে বাংলার প্রসঙ্গও এদিন তুললেন তিনি তাঁর সোশ্যাল পোস্টে। লিখলেন,  “তবে শুধু কাশ্মীর নয়, বাংলার দিকেও নজর দিন। যাতে আর একটি দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে। আমরা বোধহয় সবাই এটাই চাই।”

This content contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some readers. Readers discretion is advised.
We strongly condemn all forms of violence and terrorism. The purpose of this content is solely to inform and create awareness based on verified reports.