AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সমাজ আপনাকে তার দাম দেবে…’, TV9 গ্লোবাল সামিটে কী নিয়ে মুখ খুললেন বিবেক?

এই গ্লোবাল সামিটে ভারত ও সংযুক্ত আরবের অর্থনৈতিক, প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা-র বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলবে। এই সামিটে উপস্থিত থাকছেন দুই দেশের শিল্পপতি, নীতিনির্ধারক, কূটনীতিক এবং সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা।

'সমাজ আপনাকে তার দাম দেবে...', TV9 গ্লোবাল সামিটে কী নিয়ে মুখ খুললেন বিবেক?
| Updated on: Jun 19, 2025 | 4:18 PM
Share

শুরু হয়ে গেল ভারতের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক TV9 -এর আন্তর্জাতিক News 9 গ্লোবাল সামিট। বৃহস্পতিবার বেলা থেকে আরব আমিরশাহির দুবাইয়ে চলছে এই গ্র্যান্ড ইভেন্ট। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বলিউড থেকে উপস্থিত হলেন জনপ্রিয় অভিনেতা বিবেক ওবেরয়। এদিন তিনি ‘The Second Act’ বিষয়ে নিজের বক্তব্য রাখেন। অভিনেতার কথায়, “আপনি যদি বিশ্বাস করেন যে, আপনি সমাজের জন্য সত্যিই কিছু ভাল করছেন, তাহলেই সমাজ আপনাকে তার দাম দেবে– সেটা অর্থ হোক, সম্মান কিংবা পদমর্যাদা, যে কোনও দিক থেকে হতে পারে। ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ মানে হল নিজেকে নতুনভাবে বিশ্লেষণ করা।”

প্রসঙ্গত এদিন অনুষ্ঠানের শুরু হয় TV9-এর CEO ও ম্যানেজিং ডিরেক্টর বরুণ দাসের হাত ধরে। দুবাইয়ের প্রশংসা করে তিনি বলেন, “মানব জাতির ইতিহাস একটাই বার্তা দেয়– প্রতিদিন কিছু ভাল করার চেষ্টা, তার গল্প। এর জন্য আগে প্রয়োজন দর্শন, তারপর সাহস ও প্রতিশ্রুতি। দুবাইয়ে এলেই আমার মনে পড়ে এই শহরের পালা বদলের কথা। আমি একে বলে থাকি – ‘Vision in Motion’।”

বরুণ দাস এদিন আরও বলেন, “আমিরশাহি শুধু একটা দেশ নয়, বরং বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান। এই ভূখণ্ড যেমন নিরাপদ, তেমনই বিশ্বব্যাপী বাণিজ্যে অগ্রণী ভূমিকা গ্রহণকারী হয়ে উদ্ভাবন ও অভিনব সংস্কৃতির মেলবন্ধনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই পরিবর্তন যে কেবল বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফাই সম্ভব করেছে তা কিন্তু নয়। বরং এখানকার অন্যান্য ব্যবসা, দুবাইয়ের শপিং মল, আবু ধাবীর স্বামীনারায়ণ মন্দির-সহ একাধিক প্রতিষ্ঠান আসলে অন্যান্যদের প্রতি এই দেশের ভালবাসার প্রতীক।”

এই গ্লোবাল সামিটে ভারত ও সংযুক্ত আরবের অর্থনৈতিক, প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা-র বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলবে। এই সামিটে উপস্থিত থাকছেন দুই দেশের শিল্পপতি, নীতিনির্ধারক, কূটনীতিক এবং সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা।