ওয়াহিদা রহমান (Waheeda Rehman)। তাঁর জনপ্রিয়তা, তাঁর শিল্প সত্ত্বা প্রশ্নাতীত। একদিকে যেমন বক্স অফিস সফল ছবি রয়েছে তাঁর কেরিয়ারে। অন্যদিকে বাণিজ্যিক ভাবে ততটা সফল নয়, এমন ছবিতেও ওয়াহিদার পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শককে। এ হেন ওয়াহিদাকে শুধুমাত্র ধর্মের কারণে নাচ শেখাতে অস্বীকার করেন এক গুরু! এত বছর পর টেলিভিশনের একটি শো-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেই ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।
টেলিভিশন শো ‘ডান্স দিওয়ানে’-তে অতিথি হিসেবে হাজির ছিলেন ওয়াহিদা। সেখানে তিনি জানিয়েছেন, ভারতনাট্যম শিখতে এক গুরুর কাছে উপস্থিত হয়েছিলেন। কিন্তু শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাঁকে তালিম দিতে অস্বীকার করেন গুরুজি! ওই শো-এ বিচারকের দায়িত্ব সামলান মাধুরী দীক্ষিত। তিনি ওয়াহিদাকে প্রশ্ন করেন, ভারতনাট্যম শেখার পথে কী কী সমস্যা তাঁকে সামলাতে হয়েছিল? তার উত্তরে এই ঘটনার কথা তুলে ধরেন বর্ষীয়ান অভিনেত্রী।
ওয়াহিদা বলেন, “চেন্নাইতে এক গুরুর কাছে ভারতনাট্যম শিখতে চেয়েছিলাম। কিন্তু উনি আমার এক বন্ধুকে জানিয়েছিলেন, মুসলিম হওয়ার কারণে আমাকে শেখাতে পারবেন না। আমি জেদ করেছিলাম বলে আমার জন্মকুণ্ডলী চেয়েছিলেন। আমাদের তো ওসব তৈরি হয় না। সেটা জানার পর আমার জন্ম তারিখ জানতে চেয়েছিলেন, কারণ কুণ্ডলী উনি নিজেই বানিয়ে নিয়েছিলেন।”
ওয়াহিদা আরও জানান, কুণ্ডলী তৈরির পর সেই গুরুজি নাকি জানিয়েছিলেন, ওয়াহিদা তাঁর সবথেকে ভাল ছাত্রী হতে চলেছে। তারপর মুসমিল হওয়া সত্ত্বেও সেই গুরুজির কাছেই ভারতমাট্যম শেখার সুযোগ পেয়েছিলেন ওয়াহিদা।
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের বড় অংশের মতে, ধর্ম নিয়ে এ হেন ভেদাভেদ একেবারেই থাকা উচিত নয়। ওয়াহিদার মতো বিখ্যাত অভিনেত্রীকেও এই সমস্যা সামলাতে হয়েছে শুনে অবাক হয়েছে অনেকেই।