সুচিত্রার সঙ্গে সম্পর্ক! সই করেই বিপাকে পড়েছিলেন উত্তম?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 17, 2024 | 3:22 PM

টলিউডের স্বর্ণযুগের ইতিহাস বলতে যে অধ্যায়গুলোর কথা সবার আগে মাথায় আসে, তার মধ্যে অন্যতম হল উত্তম-সুচিত্রা যুগ। একের পর এক ছবি হিট। দর্শকদের মনে রাতারাতি জায়গা করেছিলেন কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউন। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি বড় পর্দায় দর্শকেরা উপভোগ করতেন।

সুচিত্রার সঙ্গে সম্পর্ক! সই করেই বিপাকে পড়েছিলেন উত্তম?

Follow Us

টলিউডের স্বর্ণযুগের ইতিহাস বলতে যে অধ্যায়গুলোর কথা সবার আগে মাথায় আসে, তার মধ্যে অন্যতম হল উত্তম-সুচিত্রা যুগ। একের পর এক ছবি হিট। দর্শকদের মনে রাতারাতি জায়গা করেছিলেন কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউন। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের পর্দার জুটি দর্শকেরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন। কিন্তু পর্দার বাইরে? পর্দার পিছনে তাঁদের সম্পর্কের সমীকরণ কেমন? জানার কৌতুহল ছিল কম বেশি সকলের মনে। যদিও সেই জল্পনাও খুব বেশিদিন চাপা থাকেনি। কানাঘুষো শোনা গিয়েছিল গোপন সম্পর্কে লিপ্ত উত্তম-সুচিত্রা। যদিও সেই গসিপে সিলমোহর কোনওদিনই দেননি দুই সেলেবের কেউই।

তবে একবার এই জল্পনাতেই ঘি ঢেলে তোলপাড় হয়েছিল দুইয়ের পরিবার। সাল ১৯৫৪, মুক্তি পেয়েছিল এই জুটির অন্যতম হিট ছবি অগ্নিপরীক্ষা। আর তার পোস্টারেই ছিল বিতর্কের খোরাক। সকলের দৃষ্টি আকর্ষণ করতে এই ছবির পোস্টারকে করা হয়েছিল বিশেষ, সেখানে স্পষ্ট ভাষায় ক্যাপশন দেওয়া ছিল, অগ্নিপরীক্ষা, অন্তর্নিহিত ভালবাসার সাক্ষী। যেখানে ছিল দুই স্টারের স্বাক্ষর। তাতেই বিপত্তি। এই ক্যাপশনেই ঝড় ওঠে সর্বত্র। তবে কী তাঁরা বাস্তবেই সম্পর্কে রয়েছেন? প্রশ্ন জাগে ভক্তদের মনে। যদিও বিষয়টা মোটেও ভাল চোখে নেননি দুইয়ের পরিবার। উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী ও সুচিত্রা সেনের স্বামী। যদিও এই বিতর্ক নিয়ে কোনওদিন মুখ খোলেননি জুটি। কেউ-কেউ এমনও বলেন, সুচিত্রা সেন নাকি এই বিতর্কিত মন্তব্যের নীচে একটি সাক্ষরও করেছিলেন। যদিও তার কোনও প্রমাণ বাস্তবে নেই।

Next Article