বলিউডে স্বজন পোষন নতুন নয়। সোশ্যাল মিডিয়ায় বারবরই তা নিয়ে চর্চা থাকে তুঙ্গে। কখনও কার ছবিতে কে অভিনয় করছেন, কার পার্টি থেকে কে ডাক পাচ্ছেন, তালিকায় থাকে এই বিষয়গুলো, অন্যদিকে কখনও আবার চর্চার কেন্দ্রে জায়গা করে থাকে বন্ধুমহলের সম্পর্ক। সেই তালিকায় কি সত্যি বহিরাগতরা জাগায়গা করে নিতে পারে? সত্যি কি সকলের সঙ্গে সকলে সমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে? তা নিয়ে প্রশ্ন আগেও ছিল, এখনও বর্তমান। আর বলিউডে যে ব্যক্তির দিকে অভিযোগের সব থেকে বেশি আঙুল উঠেছে, সেই করণ জোহরই আবারও একবার নিশানায়। সঙ্গে নাম লিখিয়েছেন মালাইকা আরোরা ও কিরণ খের।
আর তাঁদের সেই জুটি যখন কোণ ঠাসা করে রাখল ইয়ামি গৌতমীকে, তখনই ওঠে প্রশ্ন। ভিকি কৌশলের সঙ্গে এক রিয়্যালিটি শোয়ে ছবির প্রচারে গিয়েছিলেন ইয়ামি। যেখানে বিচারকের আসনে ছিলেন করণ জোহর, কিরণ খের ও মালাইকা আরোরা। তাঁরা এক সঙ্গে সেদিন যে ব্যবহার করেছিলেন ইয়ামির সঙ্গে, তা সোশ্যাল মিডিয়ায় বারবার চর্চিত। বিচারকদের সঙ্গে বসেছিলেন ইয়ামি। তাঁরা যেন তাঁকে দেখতেই পেলেন না। নিজেদের মধ্যে গল্প করা, রিসল দেখা, পাশাপাশি সকলের সঙ্গে গল্প করা, ছবি তোলা সবটাই চলল ইয়ামিকে ছাড়া। পাশে বসে থাকা ইয়ামি যে কতটা অস্বস্তিতে ছিলেন সেদিন, তা একপ্রকার স্পষ্ট হয়ে যায়।
একটা সময় দেখা যায় ইয়ামি নিজের জায়গাতে বসে একা একাই সময় কাটাচ্ছেন। কারও সঙ্গে সেভাবে কথা বলার সুযোগটাই পাচ্ছেন না তিনি। বা তাঁর অস্তিত্ব যেন তাঁর চোখেই পড়ছে না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই সকল ভিডিয়ো দেখে নেটিজ়েনদের প্রশ্নের মুখে আরও একবার পড়তে হয় করণ জোহর, কিরণদের।