‘সন্তানদের থেকেও মার খাচ্ছি…’, পরিবারের কোন সত্যি সামনে আনলেন আমির

কপিল আমির খানকে মজা করে প্রশ্ন করে বসেন, "কথায় বলে 'ঘর কা মুরগী ডাল বরাবর', আপনার সন্তানেদের ক্ষেত্রে কি এমনটা ঘটে? মানে তাঁরা কোনও কাজের আগে আপনার উপদেশ নিয়ে থাকেন?" 

সন্তানদের থেকেও মার খাচ্ছি..., পরিবারের কোন সত্যি সামনে আনলেন আমির

| Edited By: জয়িতা চন্দ্র

Jun 25, 2025 | 7:09 PM

আমির খান। বলিউডের মিষ্টার পারফেকশনিস্ট। যাঁর অভিনয়গুণে মুগ্ধ সকলেই। বহু স্টারকিডই তাঁর কাছে পৌঁছে যায় অভিনয় নিয়ে নানাবিধ উপদেশ নিতে। কিন্তু তাঁর সন্তানেরা? তাঁরা কি আদপে বাবার থেকে কোনও উপদেশ নেন? সদ্য ‘দ্য কপিল শর্মা শো’য়ে এসে এই প্রসঙ্গে মুখ খোলেন আমির খান। শোয়ের সঞ্চালক কপিল আমির খানকে মজা করে প্রশ্ন করে বসেন, “কথায় বলে ‘ঘর কা মুরগী ডাল বরাবর’, আপনার সন্তানেদের ক্ষেত্রে কি এমনটা ঘটে? মানে তাঁরা কোনও কাজের আগে আপনার উপদেশ নিয়ে থাকেন?”

শুনে বেজায় হেঁসে ফেলন আমির। কপিলের কথায় সায় দিয়ে বলেন, “দারুণ প্রশ্ন করেছেন। আমার সন্তানেরা আমার কথা শোনেই না। কখনও-কখনও আমি ভাবি, আমাদের জেনারেশন কেমন যেন মাঝে আটকে পড়ে গিয়েছে। আমরা মা-বাবার কথা শুনতাম। আর আমাদের মনে হয়েছিল, সন্তানেরা আমাদের কথা শুনবে। আপনা বকত আয়েগা। রণবীর সিং-এর মতো। কিন্তু আমরা যতদিনে মা-বাবা হয়ে উঠলাম, বাচ্চারা ততদিনে অনেকটা পাল্টে গিয়েছে। শুনতেই চায় না। আগে আমরা মা-বাবার থেকে মার খেয়েছি, এখন আমরা বাচ্চাদের থেকেও মার খাচ্ছি। দু’দিক দিয়ে ফেঁসে গিয়েছি আমরা। মাঝের জেনারেশন। যখন জ্যাকি শ্রফের ছেলে টাইগার ইন্ডাস্ট্রিতে আসছে, তখন জগ্গু আমায় বলল, ওর সঙ্গে একবার দেখা কর, কথা বল। দেখ ও কেমন। ইন্ডাস্ট্রির অনেকেই আমায় ফোন করেন। আমাদের সন্তানের সঙ্গে দেখা কর। ভাল পরামর্শ দাও। ও কিছুদিন আপনার সঙ্গে থাকুক। দেখুক, আপনি কাজ কীভাবে করেন। আমার সন্তানেরা আমায় গুরুত্বই দেয় না। পরামর্শ নিতে তো আসে না। দিতে গেলে থামিয়ে দেয়। আমার কথা একেবারেই শোনে না। ওই যে ঘর কি মুরগী ডাল বরাবর, ঠিক বলেছেন আপনি।”