AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাত্র ১২ বছর বয়সে শরীরে বড় পরিবর্তন করাল আরাধ্যা! ‘রাজি হলেন ঐশ্বর্য?’

Aaradhya Bachchan: অভিনয়টাও পারে আরাধ্যা। মাস কয়েক আগে স্কুলের বার্ষিক অনুষ্ঠানের নাটকে তার অভিনয় বেশ ভাইরাল হয়েছিল। শুধু যে ভাইরাল হয়েছিল, তা কিন্তু নয়, অভিনয় নেটিজেনদেরও বেশ মনে ধরেছিল।

মাত্র ১২ বছর বয়সে শরীরে বড় পরিবর্তন করাল আরাধ্যা! 'রাজি হলেন ঐশ্বর্য?'
শরীরে বড় পরিবর্তন করাল আরাধ্যা!
| Updated on: Mar 05, 2024 | 1:11 PM
Share

আরাধ্যা বচ্চন– দাদু অমিতাভ বচ্চনের চোখের মণি সে। শুধু কি দাদু? মা ঐশ্বর্য রাই বচ্চনও একটা সময়ের জন্যও কাছছাড়া করতে চান না তাকে। বয়স মাত্র ১২। তবে সম্প্রতি অম্বানী পরিবারে বিয়ের অনুষ্ঠানে তার ‘বদল’ চোখে পড়েছে সকলেরই। নেটিজেনদের চোখ এড়ায়নি নিজের শরীরে দু’টি জিনিস রাতারাতি বদলে ফেলেছে সে। আর তাতেই সবার একটাই প্রশ্ন, “তাঁর কড়া মা রাজি হলেন?”

এতদিন আরাধ্যা মানেই চোখের উপর চুল। কপাল ও চোখ দেখা যেত না বললেই চলে। তবে বিয়ের অনুষ্ঠানে সে এল চুল স্ট্রেট করে। চোখের উপর চুল একেবারে গায়েব। এখানেই শেষ নয়, জীবনে ভুরু প্লাক করাতে দেখা যায়নি তাকে। তবে এবার যেন সেই নিয়মে ব্যাঘাত ঘটল– অন্তত কমেন্ট বক্সে সে রকমটাই দাবি করেছেন সাধারণ। সে যাই হোক, আরাধ্যা যে একেবারে বদলে গিয়েছে, একবাক্যে স্বীকার করে নিচ্ছেন প্রায় সকলেই। তবে কি মায়ের মতো আর কিছু বছর পর সেও পা দেবে ইন্ডাস্ট্রিতে? চলছে জল্পনা।

অভিনয়টাও পারে আরাধ্যা। মাস কয়েক আগে স্কুলের বার্ষিক অনুষ্ঠানের নাটকে তার অভিনয় বেশ ভাইরাল হয়েছিল। শুধু যে ভাইরাল হয়েছিল, তা কিন্তু নয়, অভিনয় নেটিজেনদেরও বেশ মনে ধরেছিল। তাঁর স্পষ্ট উচ্চারণ, ইংরেজি বলার ক্ষমতায় আমজনতা হয়েছিল অভিভূত। এখন যদিও স্কুলের গন্ডি পার হতেই বেশ কয়েক বছর রয়েছে তার হাতে। আগামী দিনে সে কী করে, সেটাই দেখার।