
আলিয়া রণবীরের বিয়ে বলে কথা, লাভবার্ডের বিয়েতে যে দুই পরিবারেই চুটিয়ে আনন্দের ফোয়ারা বয়ে গিয়েছেন, তা কারুর চোখের আড়ালে থাকেনি। যে পুরুষ সকলের অধরা, তিনিই আজ আলিয়ার আঁচলে বাঁধা।

কথায় বলে শালি আধি ঘরওয়ালি, আর তাই জামাইবাবু রণবীরকে হাতের নাগালে পেয়ে সেই সুযোগ মোটেও ছাড়লেন না শ্যালিকারা। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে গেল সেই খবর।

বিয়ের আসরে জুতো চুরি, প্রতিটা নতুন বরের মতই রণবীরকেও একই সমস্যার সম্মুখীন হতে হল, আর সেটা হল জুতো চুরি, রণবীরকে হাতে নাতে ধরেই টাকার দাবি।

মোট ১১ লাখ টাকা দিলেই তবেই পাওয়া যাবে জুতো। কিন্তু রণবীরও আর পাঁচটা জামাইবাবুর মতই জুড়ে দিলেন বিতর্ক, শুরু করে দিলেন টাকা নিয়ে হিসেবের পালা।

কিন্তু শেষ পর্যন্ত জুতো ফেরতের রফা হল মোচের ওপর ১ লাখে। মাত্র একখান টাকা দিয়েই রণবীর কাপুর এদিন শ্যালিকাদের মন জয় করলেন, ও সকলের সামনে আলিয়াকে তুলে নিয়ে গেলেন।

রণবীর কাপুরের এই গল্পই এখন নেট দুনিয়ায় ভাইরাল। একের পর এক গল্পের ছলে ছড়িয়ে পড়েছে একাধিক বিবাহ আসরের অন্দরমহলের গল্প। এবারও তার ব্যতিক্রম হল না। আর সেই সূত্রেই ভাইরাল সদ্য প্রকাশিত হওয়া এইচটি-র একটি প্রতিবেদন অনুযায়ী জুতো চুরির গল্প।