ঠোঁট স্পর্শ…, রণবীরের ওপর কোন শর্ত চাপান ঐশ্বর্য?
বলিউড অভিনেতা রণবীর কাপুরকে ঐশ্বর্যের সঙ্গে এই পোজ়ে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। তবে ছবি করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত ছিল ঐশ্বর্য রাই বচ্চনের। একটি দৃশ্যে লিপলকের কথা ভেবেছিলেন পরিচালক।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ঐশ্বর্য রাই বচ্চনের কেরিয়ারে অন্যতম হিট ছবি। যেখানে রণবীর কাপুর ও তাঁর রোম্যান্স পলকে ঝড় তুলেছিল ভক্তমনে। শোনা গিয়েছিল এই ব্লোড চরিত্রে অভিনয়ের জন্য রীতিমত সমস্যার মুখে পড়তে হয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। উঠে ছিল বিচ্ছেদের জল্পনাও। যদিও ঐশ্বর্য রাই বচ্চন এই প্রসঙ্গে কোনও দিনই মুখ খোলেননি। বিটাউন সূত্রে মেলা খবর অনুযায়ী, এই ছবির কথা জানিয়েছিলেন ঐশ্বর্য তাঁর বাড়িতে। কিন্তু চরিত্র যে এতটা বোল্ড, তা জানাতে রাজি ছিলেন না তিনি। ছবি মুক্তির পরই বচ্চন পরিবার লক্ষ্য করে ছবিতে এতটা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।
বলিউড অভিনেতা রণবীর কাপুরকে ঐশ্বর্যের সঙ্গে এই পোজ়ে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। তবে ছবি করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত ছিল ঐশ্বর্য রাই বচ্চনের। একটি দৃশ্যে লিপলকের কথা ভেবেছিলেন পরিচালক। তবে রাজি ছিলেন না ঐশ্বর্য। তিনি অনুরোধ করেছিলেন পরিচালককে, যে যদি তাঁর ঠোঁটটা সামান্যা সরে থাকে, তেমনটাতেই রাজি হয়েছিলেন পরিচালক। আর তাই করেছিলেন ঐশ্বর্য। ফলে গোটা ছবিতে কোথাও গিয়ে রণবীর কাপুর ও ঐশ্বর্য রাই বচ্চনকে ঠোঁটে ঠোঁট দিতে দেখা যায়নি।
অন্যদিকে অস্বস্তিতে সমানতালে ভুগছিলেন রণবীর কাপুর। তিনিও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ঐশ্বর্য রাই বচ্চন তাঁর কাছে স্বপ্ন। তাঁর সঙ্গে অভিনয় করছেন, এটাই ভাবতে পারছিলেন না তিনি। যার ফলে বাস্তবে খুব অস্বস্তিতে ভোতেন অভিনেতা। এরপর যখন শুনেছিলেন ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে, রণবীরের কথায়, রীতিমত হাত কাঁপত তাঁর ঐশ্বর্যকে স্পর্শ করতে।
পরবর্তীতে এই ছবি বক্স অফিসে ঝড় তুললেও ঐশ্বর্যের জীবনেও কম প্রভাব ফেলেনি। ছবির জগত থেকে এক প্রকার সরে দাঁড়ানোর উপক্রম হয়েছিল তাঁর। যদিও ঐশ্বর্য রাই বচ্চন এই প্রসঙ্গে কখনই মুখ খুলতে চাননি। তবে জয়া বচ্চন যে বেশ অখুশি ছিলেন, তা প্রকাশ্যেই বোঝা গিয়েছিল তাঁর ব্যবহারে।





