AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হ্যাঁ আমি কাঞ্চনকে ২০০ শতাংশ…’, চিৎকার করে কোন কথা বলতে চান অভিনেতার প্রাক্তন স্ত্রী পিঙ্কি?

Kanchan-Pinky: কাঞ্চনকে কি সত্যি-সত্যি মন থেকে ক্ষমা করতে পেরেছেন পিঙ্কি? টিভি নাইন বাংলা ডিজিটাল শুনে নিচ্ছে তারকাদের ক্ষমা না করতে পারা মুহূর্তের কথা। পিঙ্কির জীবনেও এমন ক্ষমা করতে পারিনি মুহূর্ত আসে ২০২০ সালে, যখন তাঁর সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে যায়। এ ব্যাপারে কী বলেছেন পিঙ্কি?

'হ্যাঁ আমি কাঞ্চনকে ২০০ শতাংশ...', চিৎকার করে কোন কথা বলতে চান অভিনেতার প্রাক্তন স্ত্রী পিঙ্কি?
কাঞ্চন এবং পিঙ্কি।
| Updated on: Jun 19, 2024 | 3:44 PM
Share

প্রায় ১০ বছর সংসার করার পর ছাড়াছাড়ি হয়েছে অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়ের। এ বছর জানুয়ারি মাসের ১০ তারিখ ডিভোর্স হয়েছে তাঁদের। সম্পর্কে তৃতীয় ব্যক্তির পা পড়তেই নাকি সম্পর্কটা ভাঙে। সেই ব্যক্তি হলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এসব কথা সকলেরই জানা। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি এবং একমাত্র সন্তান পুত্র ওশকে ছেড়ে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে বিয়ে করেছেন বলে কাঞ্চনকে বিপুল ট্রোলের শিকারও হতে হয়েছিল। পরিস্থিতি অনেকটাই থিতু হয়েছে। কাঞ্চন-শ্রীময়ী সুখে সংসার করছেন একে-অপরের সঙ্গে। পিঙ্কি এবং ওশ নিজেদের জীবনটা নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছেন। কিন্তু কাঞ্চনকে কি সত্যি-সত্যি মন থেকে ক্ষমা করতে পেরেছেন পিঙ্কি? টিভি নাইন বাংলা ডিজিটাল শুনে নিচ্ছে তারকাদের ক্ষমা না করতে পারা মুহূর্তের কথা। পিঙ্কির জীবনেও এমন ক্ষমা করতে পারিনি মুহূর্ত আসে ২০২০ সালে, যখন তাঁর সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে যায়। এ ব্যাপারে কী বলেছেন পিঙ্কি?

মঙ্গলবার (১৮ জুন, ২০২৪) সন্ধ্যায় একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন পিঙ্কি। টিভি নাইন বাংলা ডিজিটালের ফোন আসতেই তিনি বেরিয়ে আসেন অনুষ্ঠান থেকে। প্রশ্ন শুনেই তিনি বলেন, “এ ব্যাপারে কথা বলতে চাই বলেই আমি কনসার্টটি থেকে বেরিয়ে এসেছি। আমার অনেক কিছু বলার আছে। সত্যিই, আমি কি কাঞ্চনকে ক্ষমা করতে পেরেছি? এই প্রশ্নটা আমাকে অনেকবারই ভাবিয়েছে।” অনর্গল বলে চলেন পিঙ্কি। তাঁর জীবনটা এখন পুত্র ওশকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে নিজ ছন্দে। ওশ এবং তাঁর নিজের ইউটিউব চ্যানেল আনবাক্স নিয়ে ব্যস্ত পিঙ্কি বললেন, “আমি এবং ওশা–আমরা গৌতম বুদ্ধের আরাধক। বুদ্ধ বলেছেন, সবাইকে ক্ষমা করো। আমি সেই অভ্যাসই করি। অনেকেই হয়তো আমাকে বলবেন, ক্ষমা করা যায় না অনেককিছুই। ক্ষমা ঈশ্বরই করতে পারেন একমাত্র। কিন্তু বিশ্বাস করুন গৌতম বুদ্ধর বাণীকে আমি আমার জীবনের পাথেয় করে নিয়েছি অনেক আগেই। সেই কারণে এটাই বিশ্বাস করতে শুরু করেছি যে, যে মুহূর্তটা আমাকে আঘাত দিচ্ছে, ক্ষতবিক্ষত করেছে, সেখান থেকে শিক্ষা নাও। আমি সেই শিক্ষাই গ্রহণ করেছি। আর কাঞ্চন…”

বলতে-বলতে খানিক নিস্তব্ধতা। দূর থেকে ভেসে আসা কনসার্টের মৃদু গানের আওয়াজকে উপেক্ষা করে পিঙ্কি আবার বলা শুরু করলেন, “কাঞ্চনের সঙ্গে আমার শেষের দিকের এপিসোডটা ভাল ছিল না। আমি অনেক যন্ত্রণা ভোগ করেছি ওর জন্য। কিন্তু বিশ্বাস করুণ, আজকে, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা চিৎকার করে বলতে পারি, হ্যাঁ আমি কাঞ্চনকে ২০০ শতাংশ ক্ষমা করে দিয়েছি। ফলে আমার জীবনের সত্যিকারের ক্ষমা করতে পারিনি মুহূর্তটা আজ আর নেই। কাঞ্চনকে আজ এটাই বলব, ‘তোমার থেকে আমি অনেক বড় শিক্ষা পেয়েছি। আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাকে ধাক্কা দিয়েছ বলেই আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি।'”

পিঙ্কি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “কাঞ্চনের থেকে বিচ্ছেদ আমাকে অনেক বেশি ক্রিয়েটিভ করে তুলেছে। মা হিসেবে অনেক উন্নত হয়েছি আমি। খুব স্ট্রং হয়ে উঠেছি।”