শুধু অভিনেত্রী হিসাবে যে তাঁকে সকলে ভালবাসেন তেমনটা নয়। টলিপাড়ার অন্দরে সবাই একবাক্যে বলে থাকেন মানুষ হিসাবেও তিনি খুব ভাল। কথা হচ্ছে অবিনেত্রী অপরাজিতা আঢ্যর। ইদানীং তিনি সমাজমাধ্যমের পাতাতেও খুবই সক্রিয়। সব সময় যে তিনি নিজের ছবি বা ওয়েব সিরিজের কাজের প্রমোশন করেন তেমনটা নয়। কখনও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কখনও আবার ট্রুপের সঙ্গে নৃত্য পরিবেশনা করছেন। কখনও দাদার বিয়ের ছবি পোস্ট করছেন।
তাঁর পোস্টে নেতিবাচক মন্তব্যও কম দেখা যায়। তেমনই বৃহস্পতিবার আরও একটি পোস্ট করেছেন অভিনেত্রী। দেখা যাচ্ছে মাটি দিয়ে তিনি ঠাকুর তৈরি করছেন। মন দিয়ে মূর্তি গড়ছেন অভিনেত্রী। কাজ না থাকলে অনেকেই একটু আরাম করে সময় কাটাতে ভালবাসেন। কিন্তু অভিনেত্রীর আবার এ সব একেবারেই ভাল লাগে না। তাই যেটুকু সময় পেয়েছিলেন সেটাকেই কাজে লাগিয়ে ফেললেন এ ভাবে।একটি ভিডিয়ো পোস্ট করেছেন অপরাজিতা।
বাড়ির জামা পরে মন দিয়ে মাটিতে বসে ঠাকুর গড়তে দেখা গেল তাঁকে। আর তো কিছু দিনের অপেক্ষা। তার পরেই তো একে একে শুরু হয়ে যাবে পুজোর মরসুম। গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো। একে একে সবাই আসবে মর্ত্যে। ধীরে ধীরে একটা ছোট্ট গণেশ মূর্তি গড়ে ফেললেন অপরাজিতা। ভিডিয়োটি পোস্ট করে তিনি লেখেন,”আজ কাজ নেই ।খই ভাজতে জানি না তাই ঠাকুর বানিয়ে ফেললাম।।” অভিনেত্রীর ঠাকুর গড়া বেশ প্রশংসিতও হয়েছে দর্শক মহলে। উল্লেখ্য, এই মুহূর্তে তাঁকে আর ছোট পর্দায় দেখা যাচ্ছে না। আপাতত শুটিং চলছে মানসী সিনহা পরিচালিত ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ছবিটির।