
বাংলা ধারাবাহিকের দুই জনপ্রিয় মুখ রাজা গোস্বামী আর মধুবনী গোস্বামী। ধারাবাহিক করতে গিয়েই তাঁদের আলাপ। তারপর বিয়ে করে সুখে সংসার করছেন দু’ জনে। একদিকে যেমন ছেলেকে বড় করছেন, তেমনই বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করছেন। ক’ দিন আগে রাজা ফেসবুকে লেখেন, ”মাধ্যমিকের স্টার পাবার পর যখন উচ্চমাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম তখন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সবাই বলেছিল “এ ছেলের আর কিছু হবে না”, গোল্লায় গিয়েছে। আজকের তারিখে ইশ্বরের কৃপায়, মা বাবার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় মধুবনী আর আমার কলকাতার বুকে ১টা নয় ২ টো নয় ৩টে নয় যাক গে কতগুলি সম্পত্তি আমাদের নাই বা বললাম। শুধু এটুকু বলি, ওঁরা বুঝতে পারেননি স্কুলের পরীক্ষার রেজাল্ট আর জীবনের পরীক্ষার রেজাল্ট সব সময় নাও মিলতে পারে…এক আর এক দুই না হয়ে কখনও কখনও ১১ ও হয় , জীবনে কখনও কখনও লজিক নয় ম্যাজিক কাজ করে”।
রাজার এমন পোস্টের পর মধুবনী তাঁর সমর্থনে কথা বলেছেন। মধুবনীর কিছু ফেসবুক পোস্ট ঘিরে অবশ্য নেটিজেনদের ক্ষোভ রয়েছে। একজন মধুবনীকে ‘অশিক্ষিত’ বলায় তিনি আবার তাঁর পরীক্ষার রেজাল্ট জনসমক্ষে এনেছেন। এবার তা নিয়েই কি ফেসবুকে পোস্ট করলেন অরিত্র দত্ত বণিক? যদিও পোস্টে কারও নাম করেননি অরিত্র। তবে অনেকে মনে করছেন, এই পোস্ট রাজা-মধুবনীকে নিয়ে। অরিত্র লিখেছেন, ”হঠাৎ করে বাংলার এক সেলিব্রিটি যুগল একে অপরের মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মার্কশিট নিয়ে অনুগামীদের সাথে ফেসবুকে ঝামেলায় জড়িয়ে পড়লেন কেন? ওরা কি রাজ্য সরকারের পরের এসএসসি পরীক্ষাটা দিতে চাইছে নাকি?”