‘আমরা ড্রিঙ্ক করছি…’,লং ড্রাইভে বেরিয়ে কেন বললেন কাঞ্চন-শ্রীময়ী

কাঞ্চন বললেন, ''ড্রাইভারের উপর ভরসা রাখুন। গাড়ির ব্যাকসিটে প্রেম করুন। চা খান। এরকম লং ড্রাইভে বেরিয়ে প্রকৃতি দেখতে পারেন, ধাবায় তরকা-রুটি খেতে পারেন।''

আমরা ড্রিঙ্ক করছি...,লং ড্রাইভে বেরিয়ে কেন বললেন কাঞ্চন-শ্রীময়ী

| Edited By: Bhaswati Ghosh

Apr 10, 2025 | 10:20 AM

ঠাকুরপুকুর কাণ্ড নিয়ে টলিপাড়া প্রশ্নের মুখে। এই সময়ে টলিউডের অন্দরে অনেকেই কী করা উচিত আর কী করা উচিত নয়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এবার কাঞ্চন মল্লিক আর শ্রীময়া চট্টরাজ বেরিয়ে পড়লেন লং ড্রাইভে। রাত ১.৫০-এ লং ড্রাইভে বেরিয়ে শ্রীময়ী খোলসা করলেন, ”আমরা লং ড্রাইভে বেরিয়েছি। আমি গাড়ি চালাচ্ছি না। কাঞ্চন গাড়ি চালাতে পারে না। আমরা পাইলটের উপর ভরসা রেখেছি। বিয়ের এক বছর হয়ে গিয়েছে। বন্ধুত্বের ১৪ বছর হয়েছে। মেয়ের জন্ম হয়েছে। তা-ও প্রেম করতে বেরিয়েছি। আমরা ড্রিঙ্ক করছি। চা খাচ্ছি।”

তাঁদের বিয়ের রিসেপশনে, ড্রাইভারদের অসম্মান করা হয়েছে, এমন বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু এদিন কাঞ্চন বললেন, ”ড্রাইভারের উপর ভরসা রাখুন। গাড়ির ব্যাকসিটে প্রেম করুন। চা খান। এরকম লং ড্রাইভে বেরিয়ে প্রকৃতি দেখতে পারেন, ধাবায় তরকা-রুটি খেতে পারেন।” কাঞ্চনের কথার রেশ ধরে শ্রীময়ী বললেন, ”আমাদের জীবনের আনন্দের উদযাপনে মদ বা মাদকজাতীয় জিনিসের দরকার পড়ে না। আমরা বৃষ্টিভেজা প্রকৃতি দেখি, ড্রাইভারের সঙ্গে গল্প করি, গান শুনি। পাশাপাশি এটাও বলছি, অনধিকার চর্চা করছি না। তবে জীবন খুব দামি। যে পেশার সঙ্গেই কেউ যুক্ত হন, এমন কিছু করবেন না, যাতে জীবনে কোনও বড় ক্ষতি হয়ে যায়।”

টলিপাড়ায় এমন অনেক বিয়ে আছে, যেখানে প্রেম হারিয়ে গিয়েছে। বর-বউ একজন-অন্যজনের কাছ থেকে সরে যেতে চান। সেখানে বিধায়ক-অভিনেতা কাঞ্চন যেভাবে শ্রীময়ীর সঙ্গে প্রেমে মাতলেন, তাতে যে এই মুহূর্তে সংসার করার পাঠ তিনি দিতে পারেন, তা নিয়ে সংশয় নেই।