ছোটবেলায় কেমন ছিলেন সলমন? প্রয়াত পঙ্কজ ধীরের ভিডিয়ো ভাইরাল

সদ্য প্রয়াত হয়েছেন অভিনেতা পঙ্কজ ধীর। মহাভারত-এ কর্ণ চরিত্রটি করে পঙ্কজ অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলেন। বলিউডে যেসব কাজ করেছেন এই অভিনেতা, তার জন্য় অনেকেরই খুব কাছের ছিলেন। যাঁর মধ্যে রয়েছেন সুপারস্টার সলমন খান। পঙ্কজের মৃত্যুর পর তাঁঁকে শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন সলমন। সলমনের অনেক অনুরাগীই সেই ছবি দেখে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, পঙ্কজের প্রতি তারকার মনের টান তাঁরা অনুভব করতে পেরেছেন।

ছোটবেলায় কেমন ছিলেন সলমন? প্রয়াত পঙ্কজ ধীরের ভিডিয়ো ভাইরাল

| Edited By: Bhaswati Ghosh

Oct 17, 2025 | 4:39 PM

সদ্য প্রয়াত হয়েছেন অভিনেতা পঙ্কজ ধীর। মহাভারত-এ কর্ণ চরিত্রটি করে পঙ্কজ অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলেন। বলিউডে যেসব কাজ করেছেন এই অভিনেতা, তার জন্য় অনেকেরই খুব কাছের ছিলেন। যাঁর মধ্যে রয়েছেন সুপারস্টার সলমন খান। পঙ্কজের মৃত্যুর পর তাঁঁকে শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন সলমন। সলমনের অনেক অনুরাগীই সেই ছবি দেখে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, পঙ্কজের প্রতি তারকার মনের টান তাঁরা অনুভব করতে পেরেছেন।

এরই মধ্যে পঙ্কজ ধীরের একটা পুরোনো ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে সলমনের কথাই উঠে এসেছিল প্রয়াত অভিনেতার মুখে। পঙ্কজ বলেছিলেন, ”সলমনকে আমি এত ছোট বয়স থেকে দেখেছি, যা কল্পনার বাইরে। বান্দ্রাতে একদম ছোটবেলায় সলমন ক্রিকেট খেলত। ওঁর বন্ধুরা বল নিতে আসত। তখন আমার কল্পনার বাইরে ছিল যে এই ছেলেটা বড় হয়ে এত বড় তারকা হতে পারে। পরবর্তীকালে সলমনকে দেখে বুঝেছি, ওঁর মতো ভালো মানুষ হয় না। পরিবারের মানুষদের জন্য সারা জীবন সলমন যা করেছে, সেটা প্রশংসার যোগ্য।”

পঙ্কজ যোগ করেছেন, ”সলমনের সঙ্গে যখনই দেখা হতো, আমি ওকে জড়িয়ে ধরতাম। আমরা দু’ জনে খুব সুন্দর একটা মুহূর্ত ভাগ করে নিতাম। আমরা একসঙ্গে কাজ করি বা না করি, তার সঙ্গে এটার কোনও সম্পর্ক ছিল না। সলমন সত্যিই খুব ভালো মনের মানুষ।” পঙ্কজ সলমনকে নিয়ে যতটা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, সলমন যে ততটাই পছন্দ করতেন পঙ্কজকে, তা এখন স্পষ্ট।

৬৮ বছর বয়সেই প্রয়াত হয়েছেন পঙ্কজ ধীর। সেই ধারাবাহিকের দ্রৌপদী রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি পঙ্কজ ধীরের অসুস্থতার বিষয়ে কিছুই জানতেন না। তিনি বলেন, বহু বছর আগে পঙ্কজের সঙ্গে দেখা হয়েছিল, তবে মাঝেমধ্যে মেসেজে তাঁদের যোগাযোগ ছিল। এক কথোপকথনে রূপা বলেন, “নীতিশ ভরদ্বাজের পর সেটে পঙ্কজ ধীরই ছিলেন সবচেয়ে সুদর্শন পুরুষ।” তিনি আরও যোগ করেন, পঙ্কজ একজন “সংযত স্বভাবের মানুষ” ছিলেন। তাঁর মৃত্যুতে সলমন খানের মতো রূপা গভীর শোক প্রকাশ করেছেন।