‘এই সময়ে পা দু’ টো মাটিতে রাখা উচিত’, অনির্বাণকে কেন বললেন শাশ্বত

লক্ষণীয় একেন সিরিজের প্রথম গল্প এসেছিল হইচই ওটিটি প্ল্যাটফর্মে। পরে ঠিক করা হয়, সেটা থেকে ছবি তৈরি করা হবে। তখন আঁচ করতে পারেননি অনেকে যে বক্স অফিসে এমন সাফল্য পাবে ছবিটা।

এই সময়ে পা দু টো মাটিতে রাখা উচিত, অনির্বাণকে কেন বললেন শাশ্বত

| Edited By: Bhaswati Ghosh

Jul 21, 2025 | 9:20 AM

২০২৫-এর প্রথম সাত মাসে সবচেয়ে বড় বক্স অফিস হিট ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। সেই ছবির সাকসেস পার্টি হলো সম্প্রতি। একেন চরিত্র অভিনয় করেন অনির্বাণ চক্রবর্তী। তাঁর পাশাপাশি পুরো টিম এদিন উপস্থিত ছিলেন পার্ক স্ট্রিটের একটা পাবে। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

টলিপাড়ায় এমন কিছু ছবির সাকসেস পার্টি হচ্ছে, যেগুলো আসলে সিনেমা হলে দর্শক টানতে পারেনি, এমন কথা আলোচনা হয় ইন্ডাস্ট্রির অন্দরে। কিন্তু ‘দ্য একেন’ এবার শুধু জাতীয় স্তরের মাস্টিপ্লেক্সে ৩ কোটি টাকার বাণিজ্য ছাড়িয়ে গিয়েছে। সামগ্রিক বাণিজ্যে ছবিটি এই বছর অন্য সব ছবিকে টেক্কা দিয়েছে। অনির্বাণকে পাশে নিয়ে সাকসেস পার্টিতে কী বললেন শাশ্বত? প্রথমেই শাশ্বতর বক্তব্য, ”এটা অর্গ্যানিক সাকসেস পার্টি।” অনির্বাণ এই প্রসঙ্গে কী বলতে চান? অনির্বাণ বললেন, ”আমি কিছু বলতে চাই না”। তাতে শাশ্বত যোগ করলেন, ”ওঁর কিছু বলা উচিত নয়। এই সময়ে ওঁর নীরব থাকা উচিত। আর পা দু’ টো মাটিতে রাখা উচিত। এইটুকু আমি ওঁকে বলেছি। তা হলেই অনেক অর্গ্যানিক সাকসেস আমরা দেখতে পাবো।”

লক্ষণীয় একেন সিরিজের প্রথম গল্প এসেছিল হইচই ওটিটি প্ল্যাটফর্মে। পরে ঠিক করা হয়, সেটা থেকে ছবি তৈরি করা হবে। তখন আঁচ করতে পারেননি অনেকে যে বক্স অফিসে এমন সাফল্য পাবে ছবিটা। এরপর কি শুধু বড়পর্দাতেই দেখা যাবে একেনের গল্প? এই সাকসেস পার্টি থেকেই খবর পাওয়া গেল, একসঙ্গে ওটিটি আর বড়পর্দাতেও আসতে পারে একেনের গল্প, আগামী দিনে।