Shahrukh Khan: গৌরীর ছাত্র হতে চান শাহরুখ, করোনা আক্রান্ত কিং খান নিজেই লিখেছেন সেই কথা

Shahrukh Khan: আদর্শ স্বামী হিসেবে বউয়ের পিঠ চাপড়ে দিয়েছেন শাহরুখ। তা দেখে নেটপাড়ায় হইচই শুরু হয়েছে। গৌরীর মাস্টারক্লাসে যোগ দেবেন বলে আবদার করেছেন শাহরুখ।

Shahrukh Khan: গৌরীর ছাত্র হতে চান শাহরুখ, করোনা আক্রান্ত কিং খান নিজেই লিখেছেন সেই কথা
শাহরুখ খান ও গৌরী খান।

| Edited By: Sneha Sengupta

Jun 08, 2022 | 7:57 PM

পুরোপুরি ফ্যামিলি ম্যান শাহরুখ খান। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কিছুদিন আগে। এখনও খানিক অসুস্থই আছেন কিং খান। বাড়িতে আছেন বিশ্রামে। শাহরুখের ফিল্মি কেরিয়ায় কয়েক দশকের। তিনি বলিউডের বাদশা। ছেলেমেয়েরা বড় হয়েছে। তাঁরাও এখন নিজ নিজ কেরিয়ার তৈরিতে ব্যস্ত। শাহরুখের জার্নিতে শুরু থেকেই স্ত্রী গৌরী ছিলেন হাতটা শক্ত করে ধরে। তিনিও নিজের মতো ছবি প্রযোজনা করছেন ও ইন্টিরিয়র ডিজ়াইনিং করছেন। মেয়ে সুহানা বলিউডে ডেবিউ করেছেন সম্প্রতি। গত বছর ড্রাগ কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন পুত্র আরিয়ান। কিন্তু খারাপ সময় কাটিয়ে তিনিও পরিচালনা ও চিত্রনাট্য লেখার কাজে মন বসিয়েছেন। শাহরুখও নিজের ছবি নিয়ে ব্যস্ত। কিন্তু এর মাঝে করণ জোহরের পার্টিতে গিয়ে করোনা বাঁধিয়ে বসেছেন শাহরুখ। তারই মাঝে ইন্টিরিয়র ডিজ়াইনিংয়ের উপর মাস্টার ক্লাস করাবেন বলে ঘোষণা করেছেন গৌরী। আদর্শ স্বামী হিসেবে বউয়ের পিঠ চাপড়ে দিয়েছেন শাহরুখ। তা দেখে নেটপাড়ায় হইচই শুরু হয়েছে। গৌরীর মাস্টারক্লাসে যোগ দেবেন বলে আবদার করেছেন শাহরুখ।

মাস্টারক্লাসের ঘোষণা করে গৌরী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “বাসভবন তৈরি করার জন্য মাস্টার ক্লাস করাবো। টিপস ও ট্রিক্স জানতে আমার মাস্টারক্লাসে সাইনআপ করতে পারেন।”

এই পোস্টের নীচে শাহরুখ কমেন্ট করে লিখেছেন, “এই মাস্টারক্লাসে অংশ নিতে আমিও সাইনআপ করব। যাতে আমার স্টাডি দেখতে সুন্দর হয়।” এই মন্তব্যের পরই উপচে পড়েছে কমেন্ট বক্স। অনেকেই শাহরুখের স্বাস্থ্যের খবর নিয়েছেন। করোনা থেকে তিনি কতখানি সুস্থ হয়েছেন জানতে চেয়েছেন শাহরুখের অনুরাগীরা। সকলেই তাঁর সুস্বাস্থ্য কামনা করে পার্থনা করেছেন। কিং খান যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, সেটাই সকলের কামনা।