রাত তিনটে অবধি পার্টি, তৃণার সঙ্গে কী কথা হলো শাহরুখপুত্র আরিয়ানের?

শহরে পার্টি। এলেন আরিয়ান খান। কলকাতায় কিছু নামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সেই পার্টিতে। ইনস্টাগ্রামে নায়িকা তৃণা সাহা আগেই জানিয়েছিলেন, এই পার্টির অংশ হবেন তিনি। এই পার্টিতে আরিয়ান খানের সঙ্গে কী কথা হলো তৃণার ? TV9 বাংলাকে তৃণা জানালেন, ''প্রায় তিনটে পর্যন্ত পার্টি করেছি। তারপর আমাকে বেরোতে হলো। কারণ শুটিং ছিল। আরিয়ান ওঁর বন্ধুদের বলছিল, যাতে আমাকে বেরোতে দেওয়া হয়। শুটিং আছে বলেই। আরিয়ান  শাহরুখপুত্র। তার উপর নিজের কাজের জন্য এতটা সফল। কিন্তু এত বিনয়ী, সেটা কাছ থেকে না দেখলে বিশ্বাস হতো না।''

রাত তিনটে অবধি পার্টি, তৃণার সঙ্গে কী কথা হলো শাহরুখপুত্র আরিয়ানের?

| Edited By: Bhaswati Ghosh

Dec 08, 2025 | 5:46 PM

শহরে পার্টি। এলেন আরিয়ান খান। কলকাতায় কিছু নামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সেই পার্টিতে। ইনস্টাগ্রামে নায়িকা তৃণা সাহা আগেই জানিয়েছিলেন, এই পার্টির অংশ হবেন তিনি। এই পার্টিতে আরিয়ান খানের সঙ্গে কী কথা হলো তৃণার ? TV9 বাংলাকে তৃণা জানালেন, ”প্রায় তিনটে পর্যন্ত পার্টি করেছি। তারপর আমাকে বেরোতে হলো। কারণ শুটিং ছিল। আরিয়ান ওঁর বন্ধুদের বলছিল, যাতে আমাকে বেরোতে দেওয়া হয়। শুটিং আছে বলেই। আরিয়ান  শাহরুখপুত্র। তার উপর নিজের কাজের জন্য এতটা সফল। কিন্তু এত বিনয়ী, সেটা কাছ থেকে না দেখলে বিশ্বাস হতো না।”

তৃণা যোগ করলেন, ”আরিয়ান ছোটবেলার বন্ধুর সঙ্গে এসেছিল। আমার সঙ্গে আলাপ করিয়ে দিল। আমাকে বলছিল, এই শহরে ও প্রায়ই আসে। কেকেআর নিয়ে যাবতীয় কিছু ওঁর মাথায় থাকে। আরিয়ানের বক্তব্য ছিল, শাহরুখ খানের মতো অতটা ব্যস্ত নয় ও। সেই কারণে কেকেআর-এর সব কিছু মাথায় রাখতে পারে। পার্টিতে কে কী খেতে চায়, সেটা ওঁকে জিজ্ঞাসা করতে দেখেছি। এতটাই বিনয়ী যে সামনে দাঁড়িয়ে থাকলে বোঝা মুশকিল, কোন পরিবারের ছেলে ও। কেকেআর যখন তৈরি হয়, তখন আরিয়ান কতটা ছোট ছিল, সেই ছবি দেখাচ্ছিল। আর একটা জিনিস দেখলাম। ছবি তোলায় কোনও আপত্তি নেই। পার্টিতে উপস্থিত প্রায় সকলে আরিয়ানের সঙ্গে সেলফি তুলতে চাইছিল। আফটার পার্টি যখন হচ্ছে, তখন আরিয়ানের ম্যানেজার ওঁকে আর ছবি তুলতে বারণ করছিলেন। তবে আরিয়ান সত্যি আপত্তি করছিল না, কারও সঙ্গে ছবি তুলতে। এতটাই ভালো ব্যবহার যে, সেটা উল্লেখ করার মতো।”

বরাবরই শাহরুখ খানের ফ্যান তৃণা। সেই প্রসঙ্গে সোমবার সকালে বললেন, ”ওটা তো বদলাতে পারব না। ছোটবেলা থেকেই তাই।” গভীর রাত অবধি পার্টি করলেও, একেবারে সকালে উঠেই শুটিংয়ের জন্য তৈরি হয়ে নিয়েছেন তৃণা। ‘পরশুরাম আজকের নায়ক’ এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে। তার শুটিং যাতে ঠিকঠাক হয়, সেই ব্যাপারে সব সময়ে সতর্ক থাকেন অভিনেত্রী।