‘পাশে স্ত্রী শুয়ে, আমি কি অন্য কারও কথা ভাবতে পারি?’, বললেন অভিনেতা

Rudranil Ghosh: TV9 বাংলাকে এই অভিনেতা বলেছিলেন, "বিয়ে করার ইচ্ছা আমার আছে ষোলোআনা। কিন্তু বিয়ের দিকে আমি এখন তাকাচ্ছিই না। আমি বিয়ে করব পরে। আগে ভোটটা যাক। তারপর একটা পাত্রীকেও তো পেতে হবে বিয়ে করার মতো। আমার সঙ্গে চলার মতো।"

'পাশে স্ত্রী শুয়ে, আমি কি অন্য কারও কথা ভাবতে পারি?', বললেন অভিনেতা
রুদ্রনীল ঘোষ।
Follow Us:
| Updated on: Mar 23, 2024 | 3:34 PM

৫১ বছর বয়স অভিনেতা রুদ্রনীল ঘোষের। ৫১টা বসন্তের সঙ্গে প্রেমও এসে জীবনে। তিনি অবিবাহিতও। সংসারী হতে পারেননি কোনও রমণীর সঙ্গে। তিনি বিজেপি পার্টির কর্মী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরের বিজেপি-প্রার্থী হিসেবে লড়েছিলেন। যদিও সেই নির্বাচনে জয়ী হতে পারেননি। এবার রুদ্রনীল পাখির চোখ করেছেন আসন্ন লোকসভা নির্বাচনকে। আর অন্য কোনও দিকেই তাকাচ্ছেন না অভিনেতা, তথা তারকা-বিজেপিকর্মী। ২০২৩ সালে বন্ধু পরমব্রত চট্টোপাধ্য়ায়ের বিয়ের পর TV9 বাংলাকে রুদ্রনীল বলেছিলেন, “বিয়ে করার ইচ্ছা আমার আছে ষোলোআনা। কিন্তু বিয়ের দিকে আমি এখন তাকাচ্ছিই না। আমি বিয়ে করব পরে। আগে ভোটটা যাক। তারপর একটা পাত্রীকেও তো পেতে হবে বিয়ে করার মতো। আমার সঙ্গে চলার মতো।”

এক সাক্ষাৎকারে রুদ্রনীল সপাটে জানিয়েছেন, কাউকে ভুল বুঝিয়ে তাঁকে নিজের বাড়িতে আনতে পারবেন না। কথা দিয়ে সেটা না রাখতে পারা রুদ্রনীলের কাছে খুবই লজ্জার বিষয়। বলেছিলেন, “স্ত্রী আমার পাশে শুয়ে আছেন, আর আমি ভাবছি দেশের কথা। এটা তো ঠিক না। তাঁকে আমি বাড়ি এনে অবহেলা তো করতে পারব না। আর সত্যি বলতে আমার লোক ডেকে খাওয়াতে ভয়ই লাগে। এখন তো সকলে দুটো-তিনটে করে বিয়ে করে।”

রুদ্রনীলের কাছে অনেকবেশি মধুর বিষয় ‘আমি’ থেকে ‘আমরা’ হওয়া। আর সেটা যে হওয়া বেশ কঠিন, তা তিনি জানেন। বৃদ্ধ মুখে সঙ্গীকে ‘কেমন আছো’ বলাকে তারিয়ে-তারিয়ে উপভোগ করেন অভিনেতা।