
এড শিরানের নতুন গান ‘স্যাফায়ার’ ঝড় তুলল বিশ্বজুড়ে। এই গানের জন্য ভারত ছুঁয়েছেন এড। যতটুকু যা চোখে পড়েছিল গানের শুটিংয়ের সময়ে, তাতেই আঁচ করা গিয়েছিল, বহু বছর ধরে সঙ্গীতপ্রেমীদের পছন্দের গান হয়ে থাকবে এটি। তারপর ভারতের যে দু’ জন তারকাকে এই গানে দেখা গিয়েছে, তাতে অনুরাগীদের পক্ষে উত্তেজনা সামলানো মুশকিল।
গানে এক ঝলক দেখা গেল শাহরুখ খানকে। আবার অরিজিত্ সিংকে এডের সঙ্গে গাইতে শোনা গেল। ভারতের গায়ক যে অংশটি গেয়েছেন, তা বেশি করে জনপ্রিয় হয়েছে। অরিজিতের চোখ দিয়ে এই দেশকে আবিষ্কার করার চেষ্টা করছেন এড, সেটা মিউজিক ভিডিয়ো দেখলে বোঝা যায়। তবে এই মিউজিক ভিডিয়ো নিয়ে কিছু নেটিজেন একটা প্রশ্ন করেছেন। একজন লিখেছেন, ”স্কুটি চালাচ্ছেন অরিজিত্। তিনি ক্যাপ পরেছেন দেখতে পাচ্ছি। আবার এড পিছনে বসে আছেন। কারও মাথায় হেলমেট নেই। যদিও একটা গলির মধ্যে স্কুটি চালানো হচ্ছে। কিন্তু হেলমেট ছাড়া কি এরকম ভিডিয়ো শুট করার আইন রয়েছে দেশে?”
আর একজন নেটিজেনের বক্তব্য, ”এড-অরিজিতের মতো এত বড় তারকাদের শুটিং আইন মেনে করা হয়েছে, সেটা আশা করা যায়। নিশ্চয়ই এই ব্যাপারে, কোনও বিবৃতি দেওয়া হবে প্রযোজকের তরফে।” বিষয়টা কি সত্যি জটিলতা তৈরির মতো, নাকি নয়, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে কিছুজনের মনে।
তবে এই গান শুনে যে মন ভরে গিয়েছে নেটিজেনদের, তা নিয়ে কোনও সংশয় নেই। বহু রিলে ব্যবহার করা হচ্ছে এই গান। কিং খানের অনুরাগীরাও নানাভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে ভুলছেন না গানটি ঘিরে।