আর কোনও সম্পর্কই রাখতে চান না! বিয়ের বছর ঘুরতেই বড় সিদ্ধান্ত রুশার?

Roosha Chatterjee: এই বিশেষ দিনেই এক বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন নায়িকা! যা কিছতেই আশা করেননি তাঁর ভক্তরা। কী করেছেন রুশা? কেন তাঁর ভক্তদের মাথায় হাত?

আর কোনও সম্পর্কই রাখতে চান না! বিয়ের বছর ঘুরতেই বড় সিদ্ধান্ত রুশার?
বিয়ের বছর ঘুরতেই বড় সিদ্ধান্ত রুশার?
Follow Us:
| Updated on: Jan 19, 2024 | 6:51 PM

যতই রুশা চট্টোপাধ্যায় অভিনয় ছেড়ে দিন না কেন, তাঁকে নিয়ে মানুষের মনে কিন্তু কৌতূহল এতটুকুও কমেনি! আজ অর্থাৎ শুক্রবার তাঁর জীবনের এক বিশেষ দিন। আর এই বিশেষ দিনেই এক বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন নায়িকা! যা কিছতেই আশা করেননি তাঁর ভক্তরা। কী করেছেন রুশা? কেন তাঁর ভক্তদের মাথায় হাত? স্বামী অনুরণ রায়চৌধুরীর সঙ্গে এক বিশেষ প্রেমমাখা পোস্ট করেছিলেন তিনি। দুপুর বেলা পর্যন্তও সেই পোস্ট দেখা যাচ্ছিল তাঁর সামাজিক মাধ্যমে। আদুরে নামে অনুরণকে ডেকে লিখেছিলেন, “আমার কুংফু পান্ডা, তোমায় বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। খুব ভালবাসি তোমায় বর।”

অনুরণও পাল্টা ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন রুশাকে। লিখেছিলেন, “আমার সূর্যরশ্মি তোমাকেও খুব ভালবাসি। ভালবাসব আজীবন।” কিন্তু এ কী! বেলা গড়তেই সেই পোস্ট উধাও! শুধু সেই পোস্ট নয়, গায়েব রুশার গোটা প্রোফাইলটিই! এর পরেই ভক্তদের মনে প্রশ্ন, “তবে কি ভক্তদের সঙ্গে রুশা আরও দূরত্ব বাড়িয়ে ফেললেন? নিজেকে নিয়ে গেলেন আরও অগোচরে? টেলিভিশনের একদা জনপ্রিয় মুখ আর চা না তাঁকে নিয়ে ‘খবর’ হোক?” ইনস্টাগ্রাম জানাচ্ছে তাঁর প্রোফাইল এই মুহূর্তে নিষ্ক্রিয়! কিন্তু কেন? অনেকের আশঙ্কা, ‘তবে কি প্রোফাইল হ্যাক হয়েছে?”

যদিও রুশা চট্টোপাধ্যায় নামে আরও এক প্রোফাইল এই মুহূর্তে ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। তবে তা জনসাধারণের জন্য নয়, ‘প্রাইভেট’ করে রাখা। ইনস্টাগ্রামে ফেক অ্যাকাউন্টের ছড়াছড়ি! তবে রুশা নামক ও প্রাইভেট অ্যাকাউন্টটি অনুসরণ করতে দেখা যাচ্ছে পায়েল দে, স্বর্ণেন্দু সমাদ্দারের মতো টলিপাড়ার চেনা মুখেদের। যা দেখে ভক্তদের ধারণা ওটি আসলে রুশার নিজেরই প্রোফাইল। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চান না বলেই হয়তো নিজেকে এভাবে গুটিয়ে নিলেন তিনি।