‘দেবচন্দ্রিমার যেসব প্রেমিক ছিল, সব ফেক’, এ কী বললেন দেবচন্দ্রিমার মা

'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে এলেই নায়িকাদের নানা প্রেমের কথা ফাঁস হয়ে যায়। এবার রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়লেন দেবচন্দ্রিমা সিংহ রায়। তিনি এসেছিলেন তাঁর মাকে নিয়ে। রচনা দেবচন্দ্রিমার প্রেম নিয়েই প্রশ্ন করেছিলেন। তাতে অভিনেত্রী কার সঙ্গে প্রেম করছেন, কিছুই খোলসা করেননি। বরং তাঁর মা যাতে বেশি কিছু বলে না দেন, তার দিকে নজর রাখছিলেন।

দেবচন্দ্রিমার যেসব প্রেমিক ছিল, সব ফেক, এ কী বললেন দেবচন্দ্রিমার মা

| Edited By: Bhaswati Ghosh

Jul 10, 2025 | 1:47 PM

‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে এলেই নায়িকাদের নানা প্রেমের কথা ফাঁস হয়ে যায়। এবার রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়লেন দেবচন্দ্রিমা সিংহ রায়। তিনি এসেছিলেন তাঁর মাকে নিয়ে। রচনা দেবচন্দ্রিমার প্রেম নিয়েই প্রশ্ন করেছিলেন। তাতে অভিনেত্রী কার সঙ্গে প্রেম করছেন, কিছুই খোলসা করেননি। বরং তাঁর মা যাতে বেশি কিছু বলে না দেন, তার দিকে নজর রাখছিলেন। মজার সুরে দেবচন্দ্রিমা বললেন, ”মা যে কখন কী বলে দেবেন বুঝতে পারছি না।”

তাতে অবশ্য অভিনেত্রীর মা থেমে থাকেননি। তিনি বললেন, ”আগে যেসব বয়ফ্রেন্ড, সব ফেক!” তাই শুনে উপস্থিত সকলের হেসে গড়িয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। দেবচন্দ্রিমার মা এত মজা করে সত্যি কথাটা বলে দিয়েছেন যে নায়িকাও না হেসে পারেননি। লক্ষণীয় অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ন্ত মোদকের সঙ্গে এক সময়ে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। সেই প্রেম ঘোষণা করতেও দ্বিধা করেননি অভিনেত্রী। সায়ন্তর সঙ্গে তাঁর ব্লগিং অনুরাগীদের একান্ত পছন্দের ছিল। তবে একটা সময় আসে, যখন দেবচন্দ্রিমাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়। টলিপাড়ায় এখন অপেক্ষা, দেবচন্দ্রিমার নতুন প্রেমিক সম্পর্কে জানার।

কাজের ক্ষেত্রেও দেবচন্দ্রিমা পরিধি বাড়িয়ে ফেলেছেন। বাংলায় কাজের পাশাপাশি হিন্দি ধারাবাহিকে কাজ করছেন তিনি।সম্প্রতি ওয়েব সিরিজ ‘বিভীষণ’-এ সোহম মজুমদারের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। বাংলা ধারাবাহিকে অবশ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে না দেবচন্দ্রিমাকে। সম্প্রতি বন্ধুর জন্মদিনে বেড়াতে গিয়েছিলেন দেশের বাইরে। আগামী দিনে তাঁর কাজ আর প্রেম, দু’ দিক সম্পর্কিত তথ্যই জানতে চান অনুরাগীরা।