
জীতু কমল আর দিতিপ্রিয়া রায়কে এই মুহূর্তে দেখা যাচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে আর্য সিংহ রায়ের চরিত্রে অভিনয় করেন জীতু। একটা কর্পোরেট অফিসের বসের চরিত্র এটা। সেই অফিসে চাকরি করে অপর্ণা। এই চরিত্রে দেখা যায় দিতিপ্রিয়া রায়কে। আর্য আর অপর্ণার বয়সের ফারাক অনেকটা। তবে একজন অন্যজনের প্রতি টান অনুভব করে। এই দুই চরিত্রের কবে মিল হতে পারে, তার জন্য অপেক্ষা করছেন অনুরাগীরা।
কিন্তু ধারাবাহিকে কবে আর্য-অপর্ণা কাছাকাছি আসবে, তার জন্য তর সইছে না অনুরাগীদের একাংশের। তাই এআই কিসিং ভিডিয়ো অ্যাপের মাধ্যমে আর্য-অপর্ণার চুমুর দৃশ্য তৈরি করে সেটি ভাসিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ঠিক কী ঘটেছে? এই ধারাবাহিকের প্রোমোশনের জন্য একটা ইভেন্টে গিয়েছিলেন জীতু আর দিতিপ্রিয়া। সেটা ধারাবাহিক শুরুর আগে। সেখানে একটা গানের সঙ্গে নাচ করেছিলেন জীতু-দিতিপ্রিয়া। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে একে-অপরকে চুমু খাচ্ছেন তাঁরা। নায়ক-নায়িকা সেদিন আসলে চুমু খাননি। এই অংশটা এআই কিসিং ভিডিয়ো অ্যাপে তৈরি করা হয়েছে, তা বুঝে নিতে কোনও অসুবিধা হয় না।
বাংলা ধারাবাহিক ঘিরে এখন এই ট্রেন্ড শুরু হয়েছে। শুধু একটা ধারাবাহিকের নায়ক-নায়িকা নয়, বিভিন্ন কাপলকে ঘিরে তৈরি করা হচ্ছে এমন ভিডিয়ো। তবে এসব ভিডিয়ো দেখে সত্যিটা কী, সেটা না বুঝতে পারলে মুশকিল। কিছু পাবলিক ফিগার এই ট্রেন্ডে বিরক্ত। অনেকে আবার বিষয়টা উপভোগ করছেন। অনেক সময়ে ধারাবাহিকে যা দেখতে চাইছেন দর্শক, সেই দৃশ্য নিজেরাই তৈরি করে নিচ্ছেন।