Deepika-Hrithik: ইতালিতে হৃত্বিকের সঙ্গে স্নান পোশাকে দীপিকা; সাবা-রণবীর কি তবে অতীত?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 04, 2023 | 2:08 PM

Bollywood Insides: দীপিকার ইনস্টাগ্রামেও আছে তেমনই কিছু ছবি। একটিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মুখে মেকআপ। একটিতে তিনি পরে আছেন বাথরোব। অন্যটিতে দীপিকাকে দেখা যাচ্ছে সেটে। ক্যাপশনে লেখা, "সুন্দরী এবং প্রতিভাময়ী দীপিকার সঙ্গে। আপনাকে বড় পর্দায় দেখার অপেক্ষায় রইলাম।"

Deepika-Hrithik: ইতালিতে হৃত্বিকের সঙ্গে স্নান পোশাকে দীপিকা; সাবা-রণবীর কি তবে অতীত?
হৃত্বিক এবং দীপিকা।

Follow Us

সিদ্ধার্থ আনন্দের পরবর্তী পরিচালনায় কাজ করছেন দীপিকা পাড়ুকোন এবং হৃত্বিক রোশন। ছবির নাম ‘ফাইটার’। আকাশে যুদ্ধ দেখানো হবে এই ছবিতে। এবং তাতেই কেরিয়ারে প্রথমবার একসঙ্গে কাজ করছেন দীপিকা-হৃত্বিক। বহু আগেই ঘোষণা হয়েছে ছবির। ছবির একটি গানের দৃশ্য শুটিং করার জন্য ইতালি গিয়েছেন দুই তারকা এবং ‘ফাইটার’-এর গোটা টিম।

শুটিংয়ের ফাঁকে সেলফি তুলে পোস্ট করেছেন হৃত্বিক। তাতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থের স্ত্রী মমতা ভাটিয়া আনন্দকেও। রয়েছেন কোরিওগ্রাফার বস্কো মার্টিস এবং অন্যান্যরাও। শুটিংয়ের অবসরে কফি খেতে দেখা যাচ্ছে সকলকে। হৃত্বিকের পরনে রয়েছে নীল টি-শার্ট, কালো হুডি এবং দীপিকা পরেছেন সাদা বাথরোব, কালো হাওয়াই চটি। বোঝাই যাচ্ছে, শুটিং শুরুর আগে কফি খেয়ে চনমনে হচ্ছে গোটা টিম।

এরকমই আরও অনেক শুটিংয়ের ছবি ছড়িয়ে আছে নেটে। দীপিকার ইনস্টাগ্রামেও আছে তেমনই কিছু ছবি। একটিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মুখে মেকআপ। একটিতে তিনি পরে আছেন বাথরোব। অন্যটিতে দীপিকাকে দেখা যাচ্ছে সেটে। ক্যাপশনে লেখা, “সুন্দরী এবং প্রতিভাময়ী দীপিকার সঙ্গে। আপনাকে বড় পর্দায় দেখার অপেক্ষায় রইলাম।”

Next Article