
এই সপ্তাহান্তে বক্স অফিসে ঘটছে দুই মহারথীর সংঘর্ষ। রজনীকান্তের নেতৃত্বাধীন গ্যাংস্টার ড্রামা ‘কুলি’ এবং হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর-এর নেতৃত্বাধীন বাণিজ্যিক অ্যাকশন ফিল্ম ‘ওয়ার ২’ মুক্তি পেয়েছে স্বাধীনতা দিবস ২০২৫-এর আগে। যেখানে ‘কুলি’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এর প্রথমার্ধ এবং অনিরুদ্ধ রবিচন্দর-এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে, সেখানে ‘ওয়ার ২’ পেয়েছে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া, কারণ এর ভিএফএক্স ও গল্প সমালোচক এবং দর্শকদের ভালো লাগেনি।
রজনীকান্তের নেতৃত্বাধীন এই গ্যাংস্টার ড্রামা প্রথম দিনেই দেশে মোট আয় করেছে প্রায় ৬৫ কোটি টাকা। তামিল ভার্সন থেকে এসেছে ৪৫ কোটি টাকা। তেলুগু ভার্সন থেকে ১৫ কোটি, হিন্দি ভার্সন থেকে ৪.৫ কোটি এবং কন্নড় ভার্সন থেকে ০.৫ কোটি এসেছে। বাংলার সিনেমা হলেও এই ছবি ভালো ফল করছে। কিন্তু হৃতিক রোশনের ছবি চূড়ান্ত সমালোচনার মুখে পড়ল। এই বাণিজ্যিক অ্যাকশন ফিল্ম মুক্তির প্রথম দিনে শাহরুখ খানের ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পাঠান’-এর থেকে পিছিয়ে পড়েছে। ‘ওয়ার ২’ প্রথম দিনে আয় করেছে মোট ৫২.৫ কোটি। হিন্দি ভার্সন থেকে এসেছে ২৯ কোটি। তেলুগু ভার্সন থেকে ২৩.২৫ কোটি এসেছে। ‘পাঠান’ তার প্রথম দিনে আয় করেছিল ৫৫ কোটি।
শাহরুখ খানের ছবিটা নিয়েও কড়া সমালোচনা হয়েছিল। তবে হৃতিক-কিয়ারার ছবি নিয়ে সমালোচনা বেশি হওয়ার কারণে সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আগামী সোমবারের পর থেকে এই ছবিটা দেখার ভিড় একেবারেই কমে যেতে পারে। কিয়ারা আদবানির বিকিনি দৃশ্য নিয়েও ছবির আগে যে উন্মাদনা ছিল, ছবি মুক্তির পর সেই চর্চা ফিকে হয়েছে। শেষ অবধি দেশে ৩০০ কোটির অঙ্ক ছুঁতে পারবে কিনা ছবিটা, সেটা দেখার অপেক্ষা।